১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

এ কী কাণ্ড ঘটালেন মন্ত্রী!

কাঁচি দিয়ে কাটতে না পেরে দাঁত দিয়ে ফিতা কাটেন মন্ত্রী। - ছবি : সংগৃহীত

একটি শো-রুমের উদ্বোধন করতে গিয়ে কাঁচির বদলে দাঁত দিয়ে ফিতা কেটে ব্যাপক ট্রোল হলেন এক মন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার হতেই তা দ্রুত ছড়িয়ে পড়েছে। মন্ত্রী আবার এর ব্যাখ্যাও দিয়েছেন, কেন তিনি কাঁচির বদলে দাঁত দিয়ে ফিতে কাটার চেষ্টা করেছিলেন।

ঘটনাটি পাকিস্তানের রাওয়ালপিণ্ডি এলাকার।

ছোট থেকে বড় বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধনের জন্য রাজনৈতিক নেতা-মন্ত্রীদের আমন্ত্রণ জানানো একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। নিজেদের জনসংযোগ বাড়াতে নেতা-মন্ত্রীরাও এই ধরনের অনুষ্ঠানে এসে হাজির হন। সেরকমই পাকিস্তানের রাওয়ালপিন্ডি অঞ্চলের এক ইলেকট্রনিক্স পণ্যের শো-রুমের উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হয় পাক কারাগার মন্ত্রী এবং পাঞ্জাব প্রদেশের মুখপাত্র ফাইয়াজ-উল-হাসান চোহানকে। সময়মতো তিনি অনুষ্ঠানে এসেও হাজিরও হন।

এরপর বিপণীর ফিতে কাটতে গিয়েই ঘটে যায় বিপত্তি। বেশ কয়েকবার ফিতেটি কাটার চেষ্টা করেও অপারগ হন মন্ত্রী। চারদিকে অনুরাগীদের ভিড় উপচে পড়ছে। মন্ত্রী বলে কথা! ফিতে তো তাকে কাটতেই হবে। তখনই মন্ত্রীর মাথায় আসে এক তাজ্জব বুদ্ধি। কাঁচি ছেড়ে দাঁত দিয়েই ফিতে কাটার মরিয়া চেষ্টায় মত্ত হয়ে ওঠেন মন্ত্রী।

এদিকে মন্ত্রীর এই কীর্তি দেখে চারপাশ থেকে হাসির রোল উঠতে শুরু করে। এতে করে আরো বেকায়দায় পড়তে হয় মন্ত্রীকে। জেদ আরো চেপে ধরে তাকে। শেষমেশ দাঁত দিয়েই ফিতা কেটে শো-রুমে প্রবেশ করেন মন্ত্রী ফাইয়াজ।

এদিকে তার ফিতা কাটার অদ্ভুত উপায়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মন্ত্রীর এহেন কীর্তি দেখে মাথায় হাত নেটিজেনদের। তবে মজার ঘটনা, মন্ত্রী নিজেই এই ভিডিও তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেন। তারপর তা ভাইরাল হয়। যদিও এই ভিডিও শেয়ার করে তিনি তার ব্যাখ্যাও দিয়েছেন কেন তিনি দাঁত দিয়ে ফিতে কেটেছিলেন।

তিনি বলেন, ‘কাঁচিটি ভোঁতা এবং খারাপ’ ছিল। শো-রুমের মালিককে যাতে অপ্রীতিকর পরিস্থিতিতে না পড়তে হয় তার জন্যই তিনি দাঁত দিয়ে ফিতা কেটে নজির তৈরি করেছেন। ইতিমধ্যেই কয়েক হাজার ভিউ হয়েছে ভিডিওতে। মন্ত্রীর এই আচরণ নিয়ে নানা মজার কমেন্ট পড়েছে ভিডিওতে।

ভিডিও : 

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

দেখুন:

আরো সংবাদ



premium cement
মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, ইঞ্জিনিয়ার নিহত গোয়ালন্দে প্রবাসীর স্ত্রী-সন্তানকে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

সকল