২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ত্রিপুরায় এনএলএফটির হামলায় ২ বিএসএফ সদস্য নিহত

সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা। - ছবি : সংগৃহীত

ভারতের ত্রিপুরায় নিষিদ্ধঘোষিত সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরার (এনএলএফটি) হামলায় দুই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্য নিহত হয়েছে।

বিএসএফ সূত্র বলছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজ্যের ধালাই জেলায় এ হামলার ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজন সাব-ইন্সপেক্টরও রয়েছেন।

রাজ্যের রাজধানী আগরতলা থেকে ৯৪ কিলোমিটার দূরে ধালাই জেলাটি অবস্থিত এবং এর উত্তর ও দক্ষিণাংশে বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে।

ভারতের সাথে বাংলাদেশের মোট ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ত্রিপুরারই রয়েছে ৮৫৬ কিলোমিটার।

বিএসএফ মুখপাত্র জানিয়েছেন, প্রচণ্ড গোলাগুলির সময় সাব-ইন্সপেক্টর ভুরু সিং ও কনস্টেবল রাজ কুমার মারাত্মক ভাবে আহত হন এবং পরে মারা যান। এছাড়া ঘটনাস্থলে রক্তের দাগ দেখে অনুমান করা হচ্ছে প্রতিপক্ষ গ্রুপটিরও কয়েকজন আহত হয়েছে।

তবে নিহত সৈনিকদের অস্ত্র সন্ত্রাসীরা নিয়ে যায়।

ওই মুখপাত্র আরো বলেন, সন্ত্রাসীদের ধরতে ওই এলাকায় ‘বড় ধরনের’ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সূত্র : এনডিটিভি


আরো সংবাদ



premium cement