২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

তালেবানের বেষ্টনিতে কান্দাহার

তালেবান যোদ্ধা - ছবি : আলজাজিরা/এপি

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার ঘিরে ফেলেছে তালেবান। এখানো শহরে প্রবেশ না করলেও শহরতলীতে সংঘর্ষ শুরু হয়েছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এমন খবরই জানানো হয়।

এদিকে তালেবানের অগ্রগতিতে সড়কপথ বন্ধ থাকায় বিমানে করেই বহু লোক কান্দাহার ছেড়ে কাবুলে পালিয়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বাচ্চাদের স্কুলে পাঠানো যাচ্ছে না। দোকানপাট বেশিরভাগ সময়েই বন্ধ থাকছে। খোলা থাকলেও তারা যেতে ভয় পাচ্ছেন। শহরের বাইরের সীমানায় তালেবানের সাথে লড়াই শুরু হয়েছে।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে অভিযোগ করা হয়, সরকারি কর্মী বা সরকারের কোনো কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বাড়িতে ঢুকে তল্লাশি চালাচ্ছে তালেবান। তাদের তুলে নিয়ে গিয়ে হত্যা করা হচ্ছে।

তালেবান অবশ্য এই অভিযোগ মানতে অস্বীকার করেছে। তাদের বক্তব্য, যাবতীয় মানবাধিকার মেনেই তারা লড়াই করছে। কান্দাহারে সাংবাদিকদের একটি দল নিয়ে গিয়ে তারা পরিস্থিতি দেখাবে বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র। তার দাবি, ইসলামের আইন মেনেই তারা কান্দাহারে লড়াই করছেন।

সূত্র : ডয়েচ ভেলে


আরো সংবাদ



premium cement