২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

পুলিশ কর্মকর্তাকে দিয়ে পেয়ারা বেচালেন ভ্রাম্যমান দোকানদার!

পেয়ারা বিক্রি করছেন অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার। - ছবি : সংগৃহীত

ব্যস্ততম বাজারে প্রায় ২০ মিনিট ভ্যানগাড়ির সামনে দাঁড়িয়ে পেয়ারা বেচলেন পুলিশকর্তা। ঘুণাক্ষরেও কেউ জানতে পারলেন না কার কাছ থেকে তারা পেয়ারা কিনছেন।

শনিবার এমন অবাক করা কাণ্ড ঘটালেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (আইএএস) তন্ময় সরকার।

বাড়ির পোশাকেই শনিবার সকালে বহরমপুর বাজারে এসেছিলেন তিনি। তখনই তাকে এক পেয়ারা বিক্রেতা বলে ওঠেন, ‘দাদা, আমার ভ্যানটি একটু দেখবেন। আমি খেয়ে আসি।’

সেই আবেদনে সাড়াও দেন এই আইএএস। তিনি শুধু ভ্যানের খেয়াল রাখেনি, রীতিমতো দাঁড়িপাল্লা হাতে তুলে বেচেছেন পেয়ারাও। তবে তার এই কীর্তির যে ভিডিও হয়েছে, সেটা বুঝতে পারেননি এই অফিসার।

প্রতক্ষ্যদর্শীরা বলছেন, প্রায় ২০ মিনিট এভাবে পেয়ারা বিক্রি করতে দেখা গিয়েছে অতিরিক্ত পুলিশ সুপারকে।

এদিকে, ভিডিও ভাইরাল হওয়ার পর পুরো ঘটনায় অবাক সেই বিক্রেতা! তিনি বলেন, ‘আমি প্রতিদিন এই এলাকায় পেয়ারা বিক্রি করি। শনিবার সকালেও দোকান খুলে বসেছিলাম। না চিনেই ওনাকে পেয়ারার ভ্যানটি দেখতে বলি। আমি তখন জানতাম না উনি এতবড় একজন পুলিশ অফিসার। উনি যে নিঃশব্দে আমার দাবি মেনে নেবেন, ভাবতেই পারিনি। তবে আমি খুশি উনি এভাবে আমার ভ্যান থেকে পেয়ারা বিক্রি করায়।’

তবে, বিক্রেতা ফিরে এলে হিসাব বুঝিয়ে চলে গিয়েছেন তিনি। পরে দেখতে পান তার ভিডিও ভাইরাল।

এ প্রসঙ্গে আইপিএস তন্ময় জানান, মাঝেমধ্যেই এভাবে পরিচয় গোপন রেখে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তিনি। শহরের যানবাহনের পরিস্থিতি দেখতে দেখতে আর সাধারণ মানুষের মন বুঝতেই শনিবারও বেরিয়েছিলেন। এভাবে খবরটি ভাইরাল হবে বুঝতে পারেননি।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস


আরো সংবাদ



premium cement
চুয়েট শিক্ষার্থীদের সড়কে অবস্থান অব্যাহত, ঘাতক বাসচালক গ্রেফতার তামাক পণ্যে সুনির্দিষ্ট করারোপের দাবিতে এনবিআর চেয়ারম্যানের কাছে ২৫ সংসদ সদস্যের চিঠি প্রাণিসম্পদ প্রদর্শনীতে মহিষের আক্রমণে বাবা-ছেলেসহ আহত ৪ গফরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে সরকার : মির্জা ফখরুল মিরসরাইয়ে মৃত্যুর ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার কবর থেকে লাশ উত্তোলন দেশে দেড় হাজার মেগাওয়াট লোডশেডিং, দুর্ভোগে মানুষ রংপুরে মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, অনলাইনে ক্লাস চালুর চিন্তা বিশ্বের অন্যতম স্মার্ট হজ ব্যবস্থাপনা হবে বাংলাদেশে : ধর্মমন্ত্রী সিলেটে ৪৪ লাখ টাকার ভারতীয় চিনিসহ গ্রেফতার ৪

সকল