২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ভারতে দৈনিক আক্রান্ত ৪১ হাজারের বেশি, বাড়ল অ্যাকটিভ কেস

ভারতে দৈনিক আক্রান্ত ৪১ হাজারের বেশি, বাড়ল অ্যাকটিভ কেস -

ভারত কি করোনার তৃতীয় ঢেউয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে? আশঙ্কা বাড়াচ্ছে দৈনিক পরিসংখ্যান। দিন কয়েক আগেই দেশটির দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা ৪০ হাজারের বেশ নিচেই ঘোরাফেরা করছিল। গতকাল তা একলাফে অনেকটা বাড়ে। আজও দৈনিক আক্রান্তের সংখ্যাটা ৪১ হাজারের উপরেই। উপরন্তু, পরপর দ্বিতীয় দিন বাড়ল করোনার অ্যাকটিভ কেস। যা বেশ চিন্তায় ফেলছে স্বাস্থ্য মন্ত্রণালয়কে।

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪১ হাজার ৩৮৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে সামান্য কম হলেও গত কয়েক দিনের তুলনায় বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১২ লাখ ৫৭ হাজার ৭২০ জন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লাখ ১৮ হাজার ৯৮৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫০৭ জনের। গতকাল মহারাষ্ট্র সরকার পরিসংখ্যান সংশোধন করায় এক দিনে প্রায় চার হাজার মানুষের মৃত্যুর খবর মেলে। সে তুলনায় আজ অনেকটাই কম দৈনিক মৃত্যু।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৮ হাজার ৬৫২ জন। অর্থাৎ অ্যাকটিভ কেস বেড়েছে কয়েক হাজার। এই নিয়ে দ্বিতীয় দিন অ্যাকটিভ কেস বড় আকারে বাড়ল। সেটাই আশঙ্কার আসল কারণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ লাখ ৯ হাজার ৩৯৪ জন। যা মোট আক্রান্তের দেড় শতাংশেরও কম। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৪ লাখ ২৯ হাজারের বেশি মানুষ। ইতোমধ্যেই দেশে করোনা টিকা পেয়েছেন ৪১ কোটি ৭৮ লাখের বেশি মানুষ।
সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement