২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

খুলে দেয়া হলো তাজমহল

সেলফি তুলছেন তাজমহল পরিদর্শনে আসা এক দল পর্যটক - ছবি : এএফপি

বিশ্বের সপ্তাশ্চর্যের অন্যতম ভারতের উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত তাজমহল পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে। ভারতে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দুই মাস বন্ধ থাকার পর বুধবার থেকে ১৭ শতকের এই স্মৃতিসৌধটি পর্যটকদের পরিদর্শনের জন্য খুলে দেয়া হয়।

তবে আগ্রার জেলা ম্যাজিস্ট্রেট প্রভু সিং সংবাদমাধ্যম আলজাজিরাকে জানিয়েছে, একসাথে মাত্র ছয় শ' ৫০ জন পর্যটক একত্রে এই স্মৃতিসৌধের ভেতরে অবস্থান করতে পারবেন।

স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে ২০ হাজারের মতো পর্যটক তাজমহল পরিদর্শনে আসতেন।

এর আগে গত বছরের মার্চে ভারতে করোনাভাইরাস সংক্রমণ শুরু হলে পর্যটকদের জন্য তাজমহল বন্ধ করে দেয়া হয়। পরে সেপ্টেম্বরে তা আবার খুলে দেয়া হয়।

এই বছর এপ্রিলে ভাইরাস সংক্রমণ ভয়াবহভাবে বাড়লে আবার বন্ধ করে দেয়া হয় তাজমহল।

এদিকে দিল্লির লালকেল্লা, কুতুব মিনারসহ অন্যান্য পর্যটন আকর্ষণ খুলে দেয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অপরদিকে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলেও উত্তর ভারতে হিমালয়ের কোলঘেঁষা পর্যটন স্পট শিমলায় পর্যটকরা ভিড় জমিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়।

বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি তদারককারী জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, বৃহস্পতিবার পর্যন্ত ভারতে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৯৭ লাখ তিন শ' ১৩ জন। ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে তিন লাখ ৮১ হাজার নয় শ' ৩১ জনের।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement