১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

দিল্লির পোশাকের শোরুমে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকা গোটা এলাকা

দিল্লির পোশাকের শোরুমে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকা গোটা এলাকা -

শনিবার সকালে ভয়াবহ আগুনে তীব্র আতঙ্ক ছড়াল ভারতের দিল্লির লাজপথনগরের একটি পোশাকের শোরুমে। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকলের ৩০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। গোটা এলাকা ঢেকেছে কালো ধোঁয়ায়।

দমকলের তরফে জানানো হয়েছে, এদিন সকাল ১০টা ২০ মিনিট নাগাদ সেন্ট্রাল মার্কেটের আই-ব্লক থেকে ফোন করে অগ্নিকাণ্ডের খবর দেয়া হয় তাদের। খবর পেয়েই ঘটনাস্থলে আসতে শুরু করে দমকলের ইঞ্জিন এবং অ্যাম্বুল্যান্স। প্রথমে ১৬টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন ক্রমেই ছড়িয়ে পড়ায় আরো ১৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। ৭০ জনেরও বেশি দমকলকর্মী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

দিল্লির দমকল প্রধান অতুল নাগ জানিয়েছেন, পোশাকের শোরুম থেকে আশপাশের এলাকায় খুব তাড়াতাড়ি আগুন ছড়িয়ে পড়ছে। সেই কারণেই পরিস্থিতি কার্যত হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। তবে দ্রুত তা আয়ত্তে আনার প্রয়াস করছেন কর্মীরা।

যদিও এখন পর্যন্ত ঘটনায় কোনো হতাহতের খবর নেই। তবে ভিতরে কারো আটকে থাকার আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। দমকল কর্মী এবং পুলিশ কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন। কিন্তু ঠিক কীভাবে আগুন লাগল, তার কারণ এখনো স্পষ্ট নয়। তবে সদ্য লকডাউন ওঠায় অর্থাৎ আন-লক পর্যায়ের শুরুতে এখনো পুরোদমে সমস্ত জায়গায় কাজ শুরু হয়নি। তাই শোরুম ও তার আশপাশে তুলনামূলক ভিড় কম ছিল। ওই কারণেই প্রাণহানির আশঙ্কা কম।

এদিকে গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘দ্রুত গতিতে আগুন নেভানোর কাজ চলছে। আমি গোটা পরিস্থিতির উপর লাগাতার নজর রাখছি। দমকলের সাথেও যোগাযোগ করছি।’
সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement