২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

করোনা বিধ্বস্ত ভারতে মৃত্যুর রেকর্ড, এক দিনে ৬১৪৮

করোনা বিধ্বস্ত ভারতে মৃত্যুর রেকর্ড, এক দিনে ৬১৪৮ -

এক দিনেই মৃত্যু ৬ হাজার ১৪৮ জনের! খাতায়-কলমে করোনার দৈনিক মৃতের সংখ্যায় নয়া রেকর্ড গড়ল ভারত। গত বেশ কয়েক দিন ভারতের দৈনিক সংক্রমণ এবং মৃতের সংখ্যাটা নিম্নমুখীই ছিল।

বৃহস্পতিবার সংক্রমণের সংখ্যাটাও খানিকটা বেড়েছে। তবে মৃতের সংখ্যা বৃদ্ধিটা একপ্রকার অবিশ্বাস্য। কারণ লাগাতার বেশ কয়েক দিন মৃতের সংখ্যা ছিল ৩ হাজারের পাশাপাশি। যদিও হঠাৎ মৃতের সংখ্যায় এই বৃদ্ধির নেপথ্যে দায়ী বিহার সরকার। আজই বিহার সরকারের তরফে মৃতদের তালিকা সংশোধন করা হয়েছে। নতুন তালিকায় মৃতের সংখ্যা বেড়েছে ৭২ শতাংশ।

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৯৪ হাজার ৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ১২১ জন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৬৭৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬ হাজার ১৪৮ জনের। যা এখনো পর্যন্ত সর্বোচ্চ।

তবে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য বড় স্বস্তির জায়গা হলো অ্যাকটিভ কেস। এ দিন নতুন করে অ্যাকটিভ কেস কমেছে প্রায় ৫৫ হাজারের কাছাকাছি। যার ফলে চিকিৎসাধীন রোগীর সংখ্যা নেমে এসেছে ১২ লাখের নিচে। আপাতত অ্যাকটিভ কেস ১১ লাখ ৬৭ হাজার ৯৫২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ৩৬৭ জন। ইতোমধ্যেই ভারতে ২৩ কোটি ৯০ লাখ ৫৮ হাজার ৩৬০ জনকে টিকা দেয়া হয়েছে। নিয়মিত বাড়ছে করোনা পরীক্ষার হারও।
সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement