২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

গুজরাটের হাসপাতালে গোবর, গোমূত্র ও দুধ দিয়ে করোনার চিকিৎসা!

গুজরাটের 'বেদলক্ষণা পঞ্চগব্য আয়ুর্বেদিক কোভিড আইসোলেশন সেন্টার' - ছবি : সংগৃহীত

গুজরাটের উত্তরাঞ্চলীয় দিশা তালুকার টিটোডা গ্রামে করোনাভাইরাস সংক্রমিত রোগীদের চিকিৎসায় ৪০ শয্যার একটি হাসপাতাল তৈরি করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যায়, ওই হাসপাতালে রোগীদের গরুর দুধ, ঘি, গোমূত্র ও গোবর থেকে তৈরি ওষুধ দিয়ে চিকিৎসা করা হবে।

স্থানীয় গুজরাটি ভাষার দৈনিক পত্রিকা গুজরাট সমাচার জানিয়েছে, ‘এ হাসপাতালে রোগীদের পঞ্চগব্য থেরাপির মাধ্যমে চিকিৎসা দেয়া হবে।'

গোমূত্র, গোবর, গরুর দুধ ও দুধ থেকে উৎপন্ন ঘি ও দই, এই পাঁচ উপাদান মিলেই হয় পঞ্চগব্য।

প্রকাশিত খবরে বলা হয়, স্থানীয় গোশালাতে স্থাপিত 'বেদলক্ষণা পঞ্চগব্য আয়ুর্বেদিক কোভিড আইসোলেশন সেন্টার' নামের এই হাসপাতালে ৪০টি শয্যা রয়েছে। শয্যাগুলো একটি বড় হলরুমে অবস্থিত যার চারপাশে সবুজ ঘাস ফলানো হয়েছে। এর মাধ্যমে দুটি উদ্দেশ্য পূরণ হচ্ছে, প্রথমত এ সবুজ ঘাস গরুর খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে আর দ্বিতীয়ত এই ঘাস হাসপাতালটিকে ঠাণ্ডা রাখছে। এই হলরুমে বৈদ্যুতিক পাখা আর এয়ারকুলারও লাগানো হয়েছে।

গরুর বিভিন্ন উপাদান দিয়ে তৈরি একটি বিশেষ পঞ্চগব্য কিটও প্রস্তুত করা হয়েছে করোনা রোগীদের জন্য। জরুরি অবস্থা মোকাবেলায় এ গোশালা হাসপাতালে প্রচুর অক্সিজেন সিলিন্ডারও রাখা হয়েছে।

পঞ্চগব্য আয়ুর্বেদিক চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো রোগীদেরক গোবর, গোমূত্র ও ঘির মিশ্রনের বাস্প থেকে নিশ্বাস নিতে হয়। আবার চিকিৎসার অংশ হিসেবে রোগীদের সমস্ত শরীর গরুর গোবরের আস্তরণ দিয়ে ঢেকে রাখা হয়।

সূত্র : মুসলিম মিরর


আরো সংবাদ



premium cement
ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৭ বাংলাদেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা হিট অ্যালার্ট নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা ভান্ডারিয়ায় পিকআপ চাপায় বৃদ্ধ নিহত হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী!  আমেরিকানরা কি ধর্ম থেকে সরে যাচ্ছে?

সকল