২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

মুম্বাইয়ে ২৪ কোটি টাকার ইউরোনিয়ামসহ গ্রেফতার ২

গ্রেফতার দুই ব্যক্তির সাথে এটিএস সদস্যরা - ছবি : ইন্ডিয়া টিভি

ভারতের মহারাষ্ট্রের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড (এটিএস) মুম্বাই থেকে সাত কেজি ইউরেনিয়ামসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার এটিএস অবৈধভাবে ইউরেনিয়াম কেনাবেচার দায়ে তাদের গ্রেফতার করে।

এটিএস কর্তৃপক্ষ জানায়, জব্দ করা ইউরেনিয়ামের মূল্য ২১ কোটি ভারতীয় রুপি। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ ২৪ কোটি ১১ লাখ নয় হাজার পাঁচ শ' ৬৫ টাকা।

উচ্চ তেজস্ক্রিয়তাসম্পন্ন ইউরেনিয়াম বিরল ধাতু হিসেবে বিবেচিত। পরমাণু বোমা তৈরিতে প্রধানত এই ধাতু ব্যবহৃত হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন জিগর জায়েশ পান্ডিয়া ও আবু তাহের আফজাল হুসাইন চৌধুরি।

এটিএস জানায়, জিগর ও আবু তাহের তাদের কাছে থাকা ইউরেনিয়াম বিক্রির জন্য সম্ভাব্য ক্রেতা খোঁজ করার খবরের ভিত্তিতে গ্রেফতারের জন্য ফাঁদ পাতে এটিএস টিম।

এটিসের তথ্যমতে, থানে শহরের বাসিন্দা ২৭ বছর বয়সী জিগরকে ক্রেতার ছদ্মবেশে গিয়ে এটিএস সদস্যরা গ্রেফতার করে। পরে একই কায়দায় মুম্বাইয়ের মানখুরদ থেকে ইউরেনিয়ামসহ আবু তাহেরকে গ্রেফতার করা হয়।

এটিএস জানিয়েছে, গ্রেফতার দুই ব্যক্তিকে বিস্তারিত তথ্যের জন্য জিজ্ঞেসাবাদ করা হচ্ছে।

জব্দ করা ইউরেনিয়াম মুম্বাইয়ের ট্রমবায়ে ভাভা অ্যাটোমিক রিসার্চ সেন্টারে (বিএআরসি) বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে। বিএআরসির বিশ্লেষণ পরবর্তী প্রতিবেদনে বলা হয়, জব্দ ইউরেনিয়াম প্রাকৃতিক যা উচ্চমাত্রায় তেজস্ক্রিয়তাসম্পন্ন ও মানুষের জীবনের জন্য বিপজ্জনক।

গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় অ্যাটোমিক অ্যানার্জি অ্যাক্ট-১৯৬২ অনুসারে মামলা দায়ের করা হয়েছে বলে এটিএস জানায়।

সূত্র : ইন্ডিয়া টিভি


আরো সংবাদ



premium cement
জিম্বাবুয়ে সিরিজের জন্য ক্যাম্পে ডাক পেলেন ১৭ ক্রিকেটার, নেই সাকিব-মোস্তাফিজ উত্তর গাজায় আবারো ইসরাইলের গোলাবর্ষণ ধামরাইয়ে তাপদাহে জনজীবন কাহিল, ডায়রিয়াসহ জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ মিয়ানমার থেকে দেশে ফিরছেন ১৭৩ বাংলাদেশী কেএনএফ সন্দেহে ছাত্রলীগ নেতাসহ কারাগারে ৭ স্থিতিশীল সরকার থাকায় দেশে উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের মনোনয়নপত্র বাতিল রাজশাহীর পদ্মায় গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু দুই ভাইকে পিটিয়ে হত্যা : ৫ ঘণ্টা অবরুদ্ধ ফরিদপুর-খুলনা মহাসড়ক দুমকিতে সরকারি নির্দেশনা অমান্য করে সভাপতির নির্দেশে ক্লাস চালু সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

সকল