২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

গরুর করোনা সংক্রমণ রোধে যোগী আদিত্যনাথের ৭০০ হেলপ ডেস্ক

সরকারি গোশালায় যোগী আদিত্যনাথ - ছবি : সংগৃহীত

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় ভারতের উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার ভাইরাস সংক্রমণ থেকে গরু রক্ষার পরিকল্পনা হাতে নিয়েছে। এই লক্ষ্যে উত্তর প্রদেশের সকল জেলায় একটিসহ মোট সাত শ' হেলপ ডেস্ক প্রতিষ্ঠা করা হয়েছে।

বুধবার ভারতীয় সংবাদমাধ্যমে এই খবর জানানো হয়।

এছাড়া উত্তর প্রদেশের রাজ্য সরকার সকল গোশালায় করোনা সংক্রমণ প্রতিরোধী নির্দেশনা পালনের সাথে সাথে গোশালায় মাস্কের ব্যবহার ও বারবার তাপমাত্রা মাপার বিষয়ে নির্দেশ দিয়েছে।

গোশালায় একইসাথে অক্সিমিটার ও থার্মাল স্ক্যানারসহ অন্য চিকিৎসা সরঞ্জাম সরবরাহের নির্দেশ জারি করেছে রাজ্য সরকার।

রাজ্য সরকারের ভাষ্যমতে, এই গোশালাগুলোতে রাজ্যের মালিকবিহীন গরুর আশ্রয়ের ব্যবস্থা করা হয়।

সরকারি তথ্যানুসারে, উত্তর প্রদেশে বর্তমানে পাঁচ হাজার দুই শ' ৬৮ গোশালায় মোট পাঁচ লাখ ৭৩ হাজার চার শ' ১৭ গরু আশ্রয়ে রয়েছে।

সূত্র : সিয়াসত ডেইলি


আরো সংবাদ



premium cement