১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্তের রেকর্ড, মৃত্যু প্রায় ৪ হাজার

ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্তের রেকর্ড, মৃত্যু প্রায় ৪ হাজার -

রেকর্ড! ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে নতুন করে রেকর্ড তৈরি হলো। গত ২৪ ঘণ্টায় ৪ লাখ ১২ হাজার ২৬২ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। এক দিনে আক্রান্তের নিরিখে এই সংখ্যা এখনো অবধি সর্বোচ্চ। এক দিনে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৮০ জনের। এক দিনে ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩ লাখ ২৯ হাজার ১১৩ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ১০ লাখ ৭৭ হাজার ৪১০। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৭২ লাখ ৮০ হাজার ৮৪৪ জন। মোট মৃতের সংখ্যা ২৩ লাখ ১ হাজার ৬৮। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৫ লাখ ৬৬ হাজার ৩৯৮।

এক দিনে মৃত্যুর নিরিখে এই সংখ্যা দেশে এখনো অবধি সর্বোচ্চ। গত ৯ দিন ধরে দেশের দৈনিক মৃত্যু ৩ হাজারের উপরে থাকছে। এভাবে বাড়তে বাড়তে দেশে মোট মৃত্যুর সংখ্যা ২ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে।

এদিকে, করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করলেন ভারত সরকারের শীর্ষ বৈজ্ঞানিক পরামর্শদাতা। ডা. কে বিজয়রাঘবন বলেছেন, ‘ যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে তাতে তৃতীয় ঢেউ অবশ্যাম্ভাবী।’
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস


আরো সংবাদ



premium cement

সকল