২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ভারতে আক্রান্ত ২ কোটি ছাড়াল

ভারতে আক্রান্ত ২ কোটি ছাড়াল - ছবি- সংগৃহীত

বর্তমানে করোনাভাইরাসে বিশ্বের সবচেয়ে খারাপ পরিস্থিতির মুখোমুখি এশিয়ার দেশ ভারত। প্রতিবেশী দেশটি অনেক আগেই সর্বাধিক আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে উঠে এসেছে। সোমবার মৃত্যুর সংখ্যায়ও যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর অর্থাৎ শীর্ষ তালিকার তৃতীয় অবস্থানে উঠে এসেছে। এর আগে সর্বাধিক মৃত্যুর পরিসংখ্যানে তৃতীয় ছিল মেক্সিকো।

মঙ্গলবার সবশেষ তথ্যানুযায়ী, ভারতে আক্রান্তের সংখ্যা দুই কোটি ছাড়িয়ে গেছে। অবশ্য আক্রান্ত সংখ্যা বাড়লেও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, দৈনিক সংক্রমণের পরিমাণ তিন দিন ধরে একটু হলেও কমেছে।

শনিবার ভারতে এক দিনেই আক্রান্ত চার লাখ ছাড়িয়ে যায়। রোববার এই সংখ্যা তিন লাখ ৯২ হাজার, সোমবার তিন লাখ ৬৮ হাজারের কিছু বেশি ছিল। আর মঙ্গলবার দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৫৭ হাজার ২২৯ জন। সবমিলিয়ে করোনায় মৃত্যুপূরীতে পরিণত হওয়া দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি দুই লাখ ৪২ হাজার ৮৩৩ জনে পৌঁছেছে। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়েছিল গত বছর ১৯ ডিসেম্বর।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় তিন হাজার ৪৪৯ জন। এনিয়ে দেশটিতে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছে দুই লাখ ২২ হাজার ৪০৮ জন। ভারতে বর্তমানে সক্রিয় রোগী রয়েছে ৩৪ লাখ ৪৭ হাজার ১৩৩ জন। 

মহারাষ্ট্র, দিল্লি, গুজরাতের মতো রাজ্যগুলোতে কিছুটা হলেও দৈনিক আক্রান্তের সংখ্যা গত কয়েক দিন ধরে সামান্য কম। এ পরিস্থিতিতেই দেশে চলছে কোভিডের টিকাদান কর্মসূচি। গত ২৪ ঘণ্টায় ভারতে টিকা পেয়েছেন ১৭ লাাখ ৩৪ হাজার ৭১৪ জন। এ নিয়ে টিকা দেয়া হয়েছে ১৫ কোটি ৮৯ লাখ মানুষকে।

সূত্র : ওয়ার্ল্ডোমিটার ও আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement