১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ভারতে ২৪ এপ্রিল থেকে বিমান চলাচল বন্ধ করছে আমিরাত

এমিরেটসের বিমান - ছবি : সংগৃহীত

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ২৪ এপ্রিল থেকে ভারতের সাথে সব ধরনের বিমান চলাচল বন্ধ করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এর আগে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন তিন লাখ ১৪ হাজার ব্যক্তি। এর মধ্য দিয়ে দেশটিতে ভাইরাস সংক্রমণে আক্রান্ত মোট রোগীর সংখ্যা এক কোটি ৬০ লাখ ছাড়িয়েছে। এক শ’ ৪০ কোটি জনসংখ্যা অধ্যুষিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশটি এর মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে।

ভারতে বিমান চলাচলের নিষেধাজ্ঞার বিষয়ে আমিরাতের এয়ারলাইন্সসমূহের এক বিবৃতিতে জানানো হয়, ২৪ এপ্রিল থেকে চালু হতে যাওয়া এই নিষেধাজ্ঞা পরবর্তী ১০ দিন পর্যালোচনার ভিত্তিতে চালু থাকবে। এর মধ্যে যারা অন্তত ১৪ দিন ভারতে কাটিয়ে আসবেন, তাদেরকে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের অনুমতি দেয়া হবে না।

এদিকে আমিরাতের বিমানযাত্রার সেবা দানকারী এমিরেটস ও ফ্লাই দুবাই ইতোমধ্যে ভারত থেকে তাদের সব ধরনের ফ্লাইট বাতিল করেছে।

সূত্র : গালফ টুডে


আরো সংবাদ



premium cement