২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ভাঙল সব রেকর্ড!‌ ভারতে এক দিনে ২ লাখের বেশি রোগী শনাক্ত

ভারতে একদিনে ২ লাখের বেশি রোগী শনাক্ত - ছবি - সংগৃহীত

ভারতে টানা দ্বিতীয় দিন দুই লাখের বেশি নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ২৪ ঘণ্টায় ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জনের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্তের খবর নিশ্চিত করেছে। এ নিয়ে গত ৯ দিনে ৮ বার ভারত দৈনিক শনাক্তে আগের দিনের রেকর্ড ভেঙেছে।

বেড়েছে মৃতের সংখ্যাও। একদিনে মৃত্যু হল ১ হাজার ১৮৫ জনের। অন্যদিকে সুস্থ হয়েছেন ১ লক্ষ ১৮ হাজার ৩০২ জন। যা দৈনিক আক্রান্তের তুলনায় প্রায় অর্ধেক। এখনো পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত হলেন ১ কোটি ৪২ লক্ষেরও বেশি। মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৭৪ হাজার ৩০৮ জনের।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্তের নিরিখে শীর্ষে সেই মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৬৯৫ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গিয়েছেন ৩৪৯ জন। রাজ্যে মৃত্যুর সংখ্যা ৫৯ হাজার ১৫৩জন। কেরালাতেও গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৭৮ জন। সেখানে গণ কোভিড টেস্টে জোর দিয়েছে রাজ্য সরকার। অন্যদিকে কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরুতেও গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৩৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। শুক্রবার সকালে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা তার বাসভবনে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকও করেন।

ইতিমধ্যেই ভারতের বিভিন্ন প্রান্তে জারি হয়েছে আংশিক লকডাউন। দিল্লিতে সপ্তাহান্তে কার্ফুর ঘোষণা করা হয়েছে। পাশাপাশি জিম, শপিং মল সহ একাধিক জমায়েতের জায়গা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। রাজস্থানেও একইভাবে সপ্তাহান্তে কার্ফুর ঘোষণা করা হয়েছে।

ভারতের বিভিন্ন রাজ্যে হাসপাতালগুলিতেও বেডের সমস্যা দেখা যাচ্ছে। ব্রাজিলকে অতিক্রম করে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। সারা ভারতের মধ্যে করোনা সংক্রমণে সপ্তম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। ধীরে ধীরে রাজ্য তথা ভারতের পরিস্থিতি সঙ্কটজনক হতে চলেছে। যা নিয়ে উদ্বেগে প্রশাসন থেকে শুরু করে চিকিৎসকমহল।

সূত্র : আজকাল


আরো সংবাদ



premium cement
বৃষ্টি কামনায় ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ইসতিসকার নামাজ আদায় কুবিতে আল্টিমেটামের পর ভিসির কার্যালয়ে তালা ঝুলাল শিক্ষক সমিতি সাজেকে সড়ক দুর্ঘটনায় ৫ শ্রমিক নিহতের খবরে ঈশ্বরগঞ্জে শোক দুর্যোগে এশিয়ায় সবচেয়ে বেশি মৃত্যু কেন বাংলাদেশে? জবিতে ভর্তি পরীক্ষায় আসন বেড়েছে ৫০টি বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের মাটির নিচে পাওয়া গ্রেনেড মাইন মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে যাচ্ছে জবি, বন্ধ থাকবে পরীক্ষা কুড়িগ্রামে রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে দেওয়ানগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থী শিহাব কিশোরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ

সকল