২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

করোনা আক্রান্তের সংখ্যায় ব্রাজিলকে ছাড়াল ভারত

-

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার হিসাবে ব্রাজিলকে ছাড়িয়ে গেল ভারত। সামনে এখন শুধু মার্কিন যুক্তরাষ্ট্র। ব্রাজিলে সবমিলিয়ে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩৪ লাখ। ভারতে এক কোটি ৩৫ লাখ। গত ২৪ ঘণ্টায় প্রায় এক লাখ ৬৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে নতুন রেকর্ড হচ্ছে।

সব চেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে, ৬৩ হাজার ২৯৪ জন। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৭৪ জন। কেরালা, কর্ণাটক, তামিনলনাড়ু ও অন্ধ্র প্রদেশেও করোনা দ্রুত ছড়াচ্ছে। গুজরাটে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন সাড়ে পাঁচ হাজার মানুষ।

সুপ্রিম কোর্টের ৫০ শতাংশ কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাই সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়া আপাতত পুরোপুরি ডিজিটাল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন সুপ্রিম কোর্টের সব আদালত কক্ষ, অফিসঘর, চত্বর স্যানিটাইজ করা হচ্ছে।

করোনা এতটা দ্রুত ছড়ানো সত্ত্বেও করোনা বিধি শিকেয় তুলে হরিদ্বারের কুম্ভ মেলায় লাখো মানুষ সমবেত হয়েছেন। সেখানে গঙ্গাতীরে প্রচুর মানুষকে দেখা গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কেন্দ্রীয় দল মহারাষ্ট্র, পাঞ্জাব, ছত্তিশগড়ের ৫০টি জেলাকে চিহ্নিত করেছে, যেখানে করোনা-বিধি মানা হচ্ছে না। কাকতালীয় হলেও তিনটিই বিরোধী দল বা জোট শাসিত রাজ্য। অথচ, হরিদ্বারে যে এই ভাবে করোনা বিধি শিকেয় তুলে লাখো মানুষ কুম্ভ মেলায় জড়ো হয়েছেন, তা নিয়ে কেন্দ্র কিছু বলছে না।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় ২৯ লাখ ৩৩ হাজার মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে। তবে অনেকগুলি রাজ্যই অভিযোগ করেছে, তাদের হাতে যথেষ্ট সংখ্যায় ভ্যাকসিন নেই। কারো হাতে দুই দিনের, কারো হাতে তিনদিনের মতো ভ্যাকসিন মজুত আছে। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জানিয়েছেন, তাদের হাতে সাত দিনের মতো ভ্যাকসিন আছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় অবশ্য জানিয়েছে, ভ্যাকসিনের কোনো অভাব নেই। সব রাজ্যের কাছে তা পৌঁছে দেয়া হবে।

তবে এর মধ্যেই কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, রেমডেসিভির আর বিদেশে পাঠানো যাবে না। কারণ, দেশের মধ্যে এর চাহিদা এখন আকাশছোঁয়া। মহারাষ্ট্রে তা পাওয়া যাচ্ছে না। তাই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
চলচ্চিত্র শিল্পী সমিতি : মিশা সভাপতি, ডিপজল সম্পাদক ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী

সকল