২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ধর্ষণের দায় পুরুষের : জেমিমা গোল্ডস্মিথ

ইমরান খান ও জেমিমা গোল্ডস্মিথ - ছবি : সংগৃহীত

ধর্ষণ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মন্তব্যের প্রতিক্রিয়ায় পাল্টা জবাব দিয়েছেন তার সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। ধর্ষণের জন্য পুরুষই দায়ী মন্তব্য করে বুধবার তিনি এক টুইট করেন।

এর আগে রোববার এক টিভি সাক্ষাতকারে যৌন সহিংসতার সাথে অশ্লীলতা ও নারীর পোশাকের শালীনতার সংযোগ নিয়ে মন্তব্য করেন ইমরান খান।

ব্রিটিশ চিত্রনাট্যকার ও প্রামান্যচিত্র নির্মাতা জেমিমা গোল্ডস্মিথ তার টুইট বার্তায় কুরআনের সূরা নূরের ৩১ নম্বর আয়াত উদ্ধৃতি দিয়ে বলেন, '(ধর্ষণের) দায়ভার পুরুষের।'

ওই আয়াতে বলা হয়েছে, ‘ঈমানদার লোকেদের বল তাদের দৃষ্টিকে সংযত রাখতে এবং তাদের গোপনাঙ্গগুলোকে হেফাজত করতে।’

টুইট বার্তায় তিনি ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের একটি প্রতিবেদন শেয়ার করে যার শিরোনামে বলা হয়, 'নারীদের পোশাকের কারণে ধর্ষণ বেড়ে যাওয়ার অভিযোগ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের'।

পরে অপর একটি টুইটে তার সাবেক স্বামীর চিন্তাধারার এমন পরিবর্তন নিয়ে জেমিমা আক্ষেপ করেন। তিনি বলেন, ইমরানের বক্তব্যকে হয়তো ভুলভাবে উপস্থাপন বা ভুল অনুবাদ করা হয়েছে।

টুইট বার্তায় জেমিমা বলেন, যে ইমরানকে তিনি চিনতেন তিনি বলতেন, 'পুরুষের চোখে পর্দা চড়িয়ে দাও, নারীদের ওপর নয়।'

সূত্র : দ্য নিউজ ইন্টারন্যাশনাল


আরো সংবাদ



premium cement