২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

টিকা নেয়ার পর কেরালার মুখ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

টিকা নেয়ার পর কেরালার মুখ্যমন্ত্রী করোনায় আক্রান্ত - ছবি - সংগৃহীত

করোনার প্রাদুর্ভাব শুরুর দিকে মহামারী ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ ও সঙ্কট মোকাবিলায় সফলতার কারণে বিশ্বজুড়ে প্রশংসা কুড়ানো ভারতের কেরালা রাজ্যের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

গত মাসে করোনা টিকার প্রথম ডোজ নেয়া পিনরাই বিজয়ন বৃহস্পতিবার এক টুইট করে তার করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার খবর জানিয়েছেন।

বামশাসিত দক্ষিণ ভারতের রাজ্য কেরালার মুখ্যমন্ত্রী ওই টুইট বার্তায় লিখেছেন, ‘আমি কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছি। কোঝিকোদের সরকারি মেডিকেল কলেজে আমি করোনার চিকিৎসা নেব।’

বর্তমানে কেরালার কান্নুরে অবস্থানরত মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন তার ওই টুইট বার্তায় সম্প্রতি তার সংস্পর্শে আসা মানুষজনকে নিজ ব্যবস্থাপনায় নিজেকে কোয়ারেন্টাইন করে রাখার অনুরোধ করেছেন।

মুখ্যমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানিয়েছে, আক্রান্ত হলেও পিনরাই বিজয়নের শরীরে করোনার কোনো উপসর্গ দেখা যায়নি। তার মেয়ে বীনা বিজয়ন ও জামাতা মোহাম্মদ রিয়াজ এর আগে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন।

সম্প্রতি কেরালার বিধানসভা নির্বাচন শুরু হয়েছে। গত ৬ এপ্রিল তৃতীয় দফার ভোটের দিন ও তার আগে রাজ্যজুড়ে নির্বাচনী প্রচারণা সমাবেশে অংশ নেন কান্নুরের ধর্মদাম থেকে সিপিআই-এম প্রার্থী পিনরাই বিজয়ন।

নির্বাচনী প্রচারণার শেষদিন অর্থাৎ গত ৫ এপ্রিল তিনি ধর্মদামে রোড শোয়ে অংশ নেন। উল্লেখ্য, ভারতে এখন করোনার রেকর্ড সংক্রমণ দেখা দিয়েছে। যে কয়েকটি রাজ্যে সংক্রমণ সবচেয়ে বেশি তার একটি কেরালা।

সূত্র : এনডিটিভি


আরো সংবাদ



premium cement
আরো ৩ দিনের হিট অ্যালার্ট তাপপ্রবাহ মে পর্যন্ত গড়াবে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকার ভূমিকা চায় যুক্তরাষ্ট্র বিদ্যুৎ গ্যাসের ছাড়পত্র ছাড়া নতুন শিল্পে ঋণ বিতরণ করা যাবে না মিয়ানমারে ফিরল সেনাসহ আশ্রিত ২৮৮ জন বিএনপি ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে : কাদের রোববার থেকে স্কুল খোলা : শনিবারও চলবে ক্লাস যুক্তরাষ্ট্রকে বিশ্বরাজনীতির মঞ্চ থেকে সরিয়ে আনতে চান ট্রাম্প : বাইডেন কলিং ভিসায় প্রতারণার শিকার প্রবাসী দেশে ফেরার সময় মারা গেলেন চট্টগ্রামে পুলিশ হেফাজতে দুদক কর্মকর্তার মৃত্যু ভারতীয় ৫২৭ খাদ্যপণ্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ তীব্র তাপদাহের জন্য দায়ী অবৈধ সরকার : মির্জা আব্বাস

সকল