২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ভারতে রাম মন্দিরের জন্য চাঁদা দিতে অস্বীকার করায় বরখাস্ত শিক্ষক

রাম মন্দিরের মডেল - ছবি : সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের বাল্লিয়া জেলায় রাম মন্দিরের জন্য চাঁদা দিতে অস্বীকার করায় দুর্ব্যবহার করে এক স্কুল শিক্ষককে বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

বরখাস্ত হওয়া স্কুল শিক্ষক যশবন্ত প্রতাপ সিং আরো দাবি করছেন, স্কুল কর্তৃপক্ষ একইসাথে তার আট মাসের বেতন আটকে দিয়েছে।

বাল্লিয়া জেলার জগদিশপুরের সরস্বতী শিশু মন্দিরের ‘আচার্য’ (শিক্ষক) হিসেবে কর্মরত ছিলেন যশবন্ত প্রতাপ সিং।

তিনি বলেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) জেলা প্রচারক সত্যেন্দ্র স্কুলটিতে এলে মন্দিরের জন্য তাকে এক হাজার রুপি চাঁদা দেয়ার জন্য চাপ দেয়া হয়।

এই ঘটনায় আরএসএস জেলা প্রচারক সত্যেন্দ্র জেলা ম্যাজিস্ট্রেটের অফিস বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

যশবন্ত প্রতাপ সিংকে রাম মন্দিরের তহবিলের জন্য চাঁদা সংগ্রহে রসিদ বই দেয়া হয়েছিল। মন্দিরের জন্য ৮০ হাজার টাকা সংগ্রহ করলেও নিজের পকেট থেকে কোনো অর্থ দিতে রাজি হননি তিনি।

স্কুলটির প্রিন্সিপাল ধীরেন্দ্র অভিযোগ অস্বীকার করে বলেন, ওই শিক্ষককে তারা বরখাস্ত করেননি বরং তিনি নিজেই পদত্যাগ করেছেন।

তিনি আরো বলেন, যশবন্ত প্রতাপ সিং নিজের ইচ্ছায় চাঁদার তিনটি রসিদ বই নিয়েছেন কিন্তু পরে আর সেগুলো জমা দেননি। তিনি নিজের ইচ্ছায় পদত্যাগ করেছেন।

আরএসএস জেলা প্রচারক সতেন্দ্র জানান, রাম মন্দিরের তহবিলে চাঁদা দিতে কাউকে বাধ্য করা হয়নি। তিনি প্রতাপ সিংয়ের বিরুদ্ধে উচ্ছৃঙ্খলতা ও শিক্ষকতায় আগ্রহ না থাকার অভিযোগ করেন।

সূত্র : মুসলিম মিরর


আরো সংবাদ



premium cement