২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

কলকাতার রেলওয়ের অফিস ভবনে আগুন : মৃতের সংখ্যা বেড়ে ৯

কলকাতার রেলওয়ের অফিস ভবনে আগুন : মৃত ৯ -

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার স্ট্র্যান্ড রোডে রেলওয়ের একটি অফিস ভবনে ব্যাপক অগ্নিকাণ্ডে নয় জন মারা গেছেন। সোমবার রাতের এ দুর্ঘটনায় মৃতদের মধ্যে চার দমকল কর্মী, এক পুলিশ কর্মকর্তা ও একজন রেলওয়ে নিরাপত্তা কর্মী রয়েছেন। মৃত পাঁচজনের লাশ ভবনটির ১২ তলায় একটি লিফট থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে লিফটের মধ্যেই তাদের মৃত্যু হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করেছে ভারত সরকার।

স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে সোমবার সন্ধ্যায় এ আগুন লাগে। চার ঘণ্টা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে জানা গেছে, ভবনের ১৩ তলায় এসি ফেটে আগুন লাগে। পাশের একটি ভবনেরকর্মীরা প্রথম আগুন দেখতে পেয়ে চিৎকার করেন। তখন পাঁচ শ’ জন রেলের অফিসে ছিলেন বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ভারতের রেলমন্ত্রী পিযুষ গয়াল। রেলওয়ে বিভাগের চার শীর্ষ কর্মকর্তাকে নিয়ে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। এক টুইট বার্তায় রেলমন্ত্রী বলেন, ‘ব্যবস্থাপকসহ রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন এবং রাজ্য সরকারের সাথে সমন্বয় করে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছে। উদ্বিগ্ন সকলের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সম্ভাব্য সবকিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

রাত ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এর আগে অগ্নিকাণ্ডের পরপরই দমকল মন্ত্রী, নগর বিষয়ক মন্ত্রী এবং পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। আগুন নিয়ন্ত্রণে কাজে লাগানো হয় প্রায় ২৫টি ইউনিট।

মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘সাতজনের মৃত্যু হয়েছে। পুলিশ কমিশনার জানিয়েছেন আরো দু’জন নিখোঁজ রয়েছে। অগ্নিকাণ্ডের সময় লিফট চালু থাকায় এ বিপর্যয় ঘটেছে। নিহতদের প্রত্যেকের পরিবারকে আমরা দশ লাখ রুপি করে দেবো।’

তিনি আরো বলেন, ‘এটা রেলওয়ের সম্পত্তি। রেলওয়ের দায় রয়েছে। রেলওয়ে ভবনের নকশা দিতে ব্যর্থ হয়েছে। অগ্নিকাণ্ড নিয়ে রাজনীতি করতে চাই না কিন্তু রেলওয়ের কেউ ঘটনাস্থলে আসেনি।’
সূত্র : আনন্দবাজার


আরো সংবাদ



premium cement
ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার

সকল