২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

করোনা : ভারতে আরো ৩৬ হাজারের বেশি শনাক্ত

- সংগৃহীত

ভারতে ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ হাজার ৬৫২ জনের করোনাভাইরাস শনাক্তের মধ্য দিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৯৬ লাখ ৮ হাজার ২১১ জনে পৌঁছেছে বলে শনিবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

এছাড়া, এক দিনে আরো ৫১২ জনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা পৌঁছেছে এক লাখ ৩৯ হাজার ৭০০ জনে। গত ২৪ ঘণ্টায় দেশটির রাজধানীতে ৪ হাজারেরও বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে।

মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখনও ৪ লাখ ৯ হাজার ৬৮৯ জন সক্রিয় রোগী রয়েছেন। যদিও ৯০ লাখ ৫৮ হাজার ৮২২ জনকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

ইতোমধ্যে, সরকার সারা দেশে করোনা পরীক্ষার সুবিধা বাড়িয়েছে।

শনিবার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) প্রকাশিত তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত মোট ১৪ কোটি ৫৮ লাখ ৮৫ হাজার ৫১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শুধু শুক্রবারেই ১১ লাখ ৫৭ হাজার ৭৬৩টি নমুনা পরীক্ষা করা হয়। ইউএনবি


আরো সংবাদ



premium cement