২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কানাডার হাইকমিশনারকে তলব ভারতের

- ছবি : সংগৃহীত

ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য কানাডার হাইকমিশনারকে ডেকে পাঠাল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

দিল্লির কৃষক বিক্ষোভ নিয়ে ক'দিন আগেই মন্তব্য করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং সে দেশের কয়েকজন ক্যাবিনেট সদস্য। সেই ঘটনার সূত্রেই ভারতে নিযুক্ত কানাডার হাইকমিশনারকে ডেকে পাঠাল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, 'এমন মন্তব্য ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। এর ফলে দু'দেশের পারস্পরিক সম্পর্কে প্রভাব পড়তে বাধ্য।'

এই সূত্রে আরো জানানো হয়েছে, ভারত সরকার নিরাপত্তা নিয়েও যথেষ্ট চিন্তিত হয়ে রয়েছে। কেননা ট্রুডোর মন্তব্যের পরেই কানাডায় ভারতীয় দূতাবাসের সামনে চরমপন্থী মনোভাবাপন্ন কিছু মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে, যার ফলে ওখানকার অফিসের কর্মীদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে।

একটি অনলাইন অনুষ্ঠানে যোগ দিয়ে দিন কয়েক আগে ট্রুডো বলেন, 'ভারতে চলা কৃষক বিক্ষোভের খবর যথেষ্ট উদ্বেগজনক। শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষায় কানাডা সবসময় পাশে থাকবে।'

ট্রুডোর মন্তব্যের সূত্রেই এই পরবর্তী ঘটনাক্রম।

সূত্র : জিনিউজ


আরো সংবাদ



premium cement