২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

ভয়ঙ্কর রূপে ঘূর্ণিঝড় নিভার, আজ রাতেই ছোবল মারতে পারে

- ছবি : সংগৃহীত

ভারতের পুদুচেরি থেকে ৩১০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে এবং চেন্নাই থেকে ৩৭০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে ঘূর্ণিঝড় নিভার।

ভারতের আবহাওয়া সূত্র জানিয়েছে, আগামী ১২ ঘণ্টার মধ্যে ‘অতি প্রবল ঘূর্ণিঝড়ের’ রূপ নিয়ে মমল্লাপুরম এবং কারাইকলের মাঝে বুধবার রাতের দিকে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নিভার আছড়ে পড়ার সময় এর গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার।

গভীর নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকেই তামিলনাড়ু এবং পুদুচেরিতে বৃষ্টি শুরু হয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়েছে বলে খবর। তামিলনাড়ু, পুদুচেরি এবং উপকূলীয় অন্ধ্রপ্রেদশে এ দিন থেকে বৃষ্টির মাত্রা আরো বাড়বে বলে ভারতের আবহাওয়া সূত্রে খবর।

ঘূর্ণঝড় নিভার যত এগিয়ে আসছে সমুদ্র ততই উত্তাল হচ্ছে। সমুদ্র ব্যাপক উত্তাল হয়ে উঠেছে। সঙ্গে চলছে ঝড়ো হাওয়া। নিভার আছড়ে পড়ার সময় সমুদ্রের পানি দেড় মিটার পর্যন্ত উঠতে পারে।

সূত্র : আনন্দবাজার


আরো সংবাদ



premium cement