২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ধর্ষককে নপুংসক করতে পাকিস্তানে নতুন আইন

- ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মঙ্গলবার ধর্ষকদের রাসায়নিকভাবে নপুংসক আইন পাস এবং যৌন হয়রানি মামলায় দ্রুতবিচার আদালতের কার্যক্রম শুরুর অনুমোদন দিলেন। ধর্ষণ–দমন অধ্যাদেশের খসড়া মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে পেশ করেন পাকিস্তানের আইনমন্ত্রী।

সেখানেই এই সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর। যদিও এব্যাপারে এখনো সরকারিভাবে কিছু ঘোষণা করেনি পাকিস্তানের সরকার।

খসড়ায় পুলিশে বেশি সংখ্যক নারী নিয়োগ, দ্রুত বিচার আদালত বসানো এবং সাক্ষীর নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

ইমরান এটাকে গুরুতর বিষয় বলে উল্লেখ করে বলেছেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের কর্তব্য। এব্যাপারে কোনো গাফিলতি তিনি বরদাস্ত করবেন না। আইন দ্রুত পাস হয়ে কড়াভাবে প্রয়োগ হবে বলে মন্তব্য করেন ইমরান।

প্রধানমন্ত্রী আরো বলেছেন, নির্যাতিতারা নির্ভয়ে অভিযোগ দায়ের করতে পারেন। তার এবং তার পরিবারের নিরাপত্তা এবং পরিচয় গোপন রাখার দায়িত্ব সরকারের।

শাসকদলের সদস্য ফয়জল জাভেদ খান বলেন, দ্রুত পাকিস্তানের পার্লামেন্টে এই অধ্যাদেশ পেশ করা হবে। ‌

সূত্র : আজকাল


আরো সংবাদ



premium cement