২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ভারতে ১০ দিনেই ১ কোটি করোনা টেস্ট

- ছবি : সংগৃহীত

ভারতের কয়েকটি শহরে নতুন করে করোনাভাইরাস সংক্রমণ মাথাচাড়া দেওয়ার মধ্যেই শনিবার আরো একটি নজির গড়ল ভারত। এ পর্যন্ত মোট কোভিড-১৯ টেস্টের সংখ্যা ১৩০ মিলিয়ন অর্থাত্‍‌ ১৩ কোটি ছাড়িয়ে গেল। তার মধ্যে শেষ ১০ দিনেই ১০ মিলিয়ন অর্থাত্‍‌ ১ কোটির উপর টেস্ট হয়েছে।

শনিবার ট্যুইট করে এ কথা জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ট্যুইট বার্তায় বলা হয়, ভারত ১৩ কোটি কোভিড টেস্টর মাইলস্টোন অতিক্রম করেছে। শেষ এক কোটি টেস্টে সময় লেগেছে মাত্র ১০ দিন।

রিপোর্ট অনুযায়ী, এ পর্যন্ত ১৩ কোটি ৬ লাখ ৫৭ হাজার ৮০৮ টেস্ট সম্পন্ন হয়েছে। ভারতের মোট জনসংখ্যার প্রায় এক-দশমাংশ। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ১০ লাখ ৬৬ হাজার ২২টি নমুনার কোভিড টেস্ট হয়েছে। ভারত প্রথম থেকেই কোভিড টেস্ট বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছে।

করোনা সংক্রমণের নিরিখে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশটির নাম ভারত। আমেরিকার পরেই অবস্থান। যদিও কোভিডে মৃত্যুর হার অন্যান্য অনেক দেশের তুলনায় কম। সংক্রমণের শীর্ষে থাকা আমেরিকায় ১৭ কোটির উপর টেস্ট হয়েছে। ওয়ার্ল্ডোমিটারের লাইভ ট্র্যাকার জানাচ্ছে, আমেরিকায় এ পর্যন্ত ১৭ কোটি ৭১ লক্ষ ৫৫ হাজার ৩৬৪টি টেস্ট হয়েছে।

শনিবারের রিপোর্ট অনুসারে, ভারতে করোনা সংক্রমণ ফের বেড়েছে। ২৪ ঘণ্টায় নতুন আক্রন্ত ৪৬ হাজার ২৩২ জন। মৃত্যু হয়েছে ৫৬৪ জনের। শুক্রবারের তুলনায় শনিবার সংক্রমণের হার বেড়েছে ০.৭ শতাংশ। সবমিলিয়ে শনিবার ভারতে করোনায় আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৯০ লাখ ৫০ হাজার ৫৯৮ জন। আর মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩২ হাজার ৭২৬ জনে।

সূত্র : এই সময়


আরো সংবাদ



premium cement