২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশ, পাকিস্তানের থেকেও পিছিয়ে ভারত

বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশ, পাকিস্তানের থেকেও পিছিয়ে ভারত - ছবি : সংগৃহীত

ক্ষুধা নির্বারণের নিরিখে সবচেয়ে খারাপ অবস্থায় থাকা দেশগুলোর মধ্যে ঠাঁই হলো ভারতের। চলতি বছরের বিশ্ব ক্ষুধা সূচকে ১০৭টি দেশের মধ্যে ভারত ৯৪তম স্থানে রয়েছে। ভারতের থেকে ভালো অবস্থায় রয়েছে বাংলাদেশ, মিয়ানমার এমনকী পাকিস্তানও। মানুষের মুখে খাবার তুলে দেয়ার ক্ষেত্রে বিশ্বের প্রথম সারির দেশগুলোর মধ্যে রয়েছে চীন।

শুক্রবার প্রকাশিত তালিকা অনুযায়ী, বিশ্ব ক্ষুধা সূচকে ‘গুরুতর’ শ্রেণীতে রয়েছে ভারত। এই একই শ্রেণীতে রয়েছে বাংলাদেশ, মিয়ানমার ও পাকিস্তান। তবে ভারতের মতো এই প্রতিবেশী দেশগুলোও ‘গুরুতর’ শ্রেণীতে থাকা সত্ত্বেও তালিকায় ভারতের থেকে তারা ভালো জায়গায় রয়েছে। বাংলাদেশ রয়েছে ৭৫তম স্থানে। মিয়ানমার ও পাকিস্তান রয়েছে যথাক্রমে ৭৮ ও ৮৮তম স্থানে। উপমহাদেশের এই চারটি দেশ ‘গুরুতর’ শ্রেণীতে থাকলেও অনেক ভালো অবস্থায় রয়েছে নেপাল ও শ্রীলঙ্কা। তারা রয়েছে ‘মডারেট’ শ্রেণীতে। বিশ্ব ক্ষুধা সূচকে এবার নেপাল পেয়েছে ৭৩তম স্থান। শ্রীলঙ্কা রয়েছে ৬৪তম স্থানে। পাশাপাশি বিশ্বের যে ১৭টি দেশ সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে, তাদের মধ্যে রয়েছে চীন। এই শ্রেণীতেই ঠাঁই হয়েছে বেলারুশ, ইউক্রেন, তুরস্ক, কিউবা ও কুয়েতের। ক্ষুধা ও অপুষ্টি মোকাবিলায় এই দেশগুলি উল্লেখযোগ্য উন্নতি করেছে বলে দাবি করা হয়েছে গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের ওয়েবসাইটে।

রিপোর্ট অনুযায়ী, ভারতের জনসংখ্যার ১৪ শতাংশ অপুষ্টির শিকার। পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ৩৭.৪ শতাংশের বৃদ্ধির হার স্বাভাবিকের থেকে কম। স্বাভাবিকের থেকে কম ওজন ১৭.৩ শতাংশ শিশুর। পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুমৃত্যুর হার ৩.৭ শতাংশ।

সূত্র : বর্তমান

 


আরো সংবাদ



premium cement
ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার

সকল