২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নওয়াজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পাঠানো হলো লন্ডনে

নওয়াজ শরিফ - ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। লন্ডনে পাকিস্তান হাইকমিশন বৃহস্পতিবার এ পরোয়ানা পায়।

পাকিস্তানের ডন অনলাইন এ খবর দিয়ে জানিয়েছে, হাইকমিশন থেকে এখনো অফিসিয়ালি কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে সূত্র এটা নিশ্চিত করেছে যে, হাইকমিশন নওয়াজ শরিফের গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার জন্য পেপারওয়ার্ক পেয়েছে।

সূত্রটি আরো জানায়, এ বিষয়ে আইনি আনুষ্ঠানিকতা ও অগ্রগতি পালন করা হবে।

ইসলামাবাদ হাইকোর্টের সহকারী রেজিস্ট্রার দেশটির পররাষ্ট্রসচিবকে নির্দেশ দিয়েছেন যে, নওয়াজ শরিফকে যেন ২২ সেপ্টেম্বর আদালতে হাজিরা নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বরে আল-আজিজিয়া স্টিল মিল মামলায় ৭ বছরের সাজা হয় শরিফের। কিন্তু পরে চিকিৎসার জন্য ইমরান খান সরকার তাকে জামিন দেয়। এরপর গত বছরের নভেম্বর মাস থেকে লন্ডনে রয়েছেন ৭০ বছর বয়সী নওয়াজ শরিফ। দেশে ফেরার জন্য তাকে ৮ সপ্তাহ সময় দেয়া হয়েছিল। কিন্তু অসুস্থতার জন্য ফিরতে পারেননি তিনি, এমনটাই জানিয়েছেন তার আইনজীবী।


আরো সংবাদ



premium cement