১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ৩০ সেপ্টেম্বর

বাবরি মসজিদ ধ্বংস মামলায় অভিযুক্ত বেশ ক’জন হেভিওয়েট রাজনীতিবিদ। - ছবি : সংগৃহীত

আগামী ৩০ সেপ্টেম্বর ভারতের বহুল আলোচিত বাবরি মসজিদ ধ্বংস মামলায় রায় ঘোষণা হতে চলেছে। সিবিআই-এর বিশেষ আদালত এ রায় দেবে।

১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস মামলায় অভিযুক্তের তালিকায় রয়েছেন সাবেক উপ-প্রধানমন্ত্রী এল কে আদবানি, উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, বিজেপি’র বর্ষীয়ান নেতা মুরলী মনোহর যোশী, বিনয় কাটিয়ার, সাক্ষী মহারাজের মতো হেভিওয়েটরা। এ মামলায় মোট অভিযুক্ত ৩২ জন।

সব অভিযুক্তকে আদালতে হাজির থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়দান প্রক্রিয়া ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে বলে সিবিআই-এর বিশেষ আদালতকে এমন নির্দেশই দিয়েছিল সুপ্রিম কোর্ট।

কয়েকদিন আগে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিবিআই-এর বিশেষ আদালতে হাজিরা দেন আদবানি। এ মামলায় অভিযোগ অস্বীকার করেছেন সাবেক এ উপ-প্রধানমন্ত্রী। এ মামলায় ৩২ জন অভিযুক্তের বক্তব্য রেকর্ড করা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের পর অযোধ্যায় ২টি মামলা দায়ের করা হয়। একটি মামলা হয় বাবরি মসজিদ ধ্বংসের চক্রান্তের অভিযোগে। আরেকটি মামলা করা হয়, মসজিদ ধ্বংসে জনতাকে উস্কানি দেয়ার অভিযোগে। বাবরি মসজিদ ধ্বংস সংক্রান্ত মামলার সাথে আরো ৪৭টি মামলা অন্তর্ভুক্ত করা হয়েছিল।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস


আরো সংবাদ



premium cement