২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ভারতে করোনাক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে, একদিনে রেকর্ড মৃত্যু

- ছবি : সংগৃহীত

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ২০ হাজার ৩৫৯। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৯০ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। একদিনেই মৃতের সংখ্যার নিরিখে এটিই সর্বোচ্চ রেকর্ড। ২৪ ঘণ্টায় ৯০ হাজার ১২৩ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, দেশটিতে এ পর্যন্ত ৩৯ লাখ ৪২ হাজার ৩৬০ জন করোনা মুক্ত হয়েছেন। এর ফলে বর্তমানে ৯ লাখ ৯৫ হাজার ৯৩৩ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছে।

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আধাসামরিক বাহিনীর ১০০ জওয়ানের মৃত্যু হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এক লিখিত প্রশ্নের জবাবে ওই তথ্য জানিয়েছেন।

তিনি লিখিত জবাবে বলেন, ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী সিআরপিএফের ৩৫ জন, সিআইএসএফের ২৪ জন, বিএসএফের ২৩ জন, আইটিবিপির ৭ জন, সশস্ত্র সীমা বালের ৬ জন এবং আসাম রাইফেলসের ৫ জওয়ান করোনাভাইরাসের কারণে মারা গেছেন।

ভারতে করোনা রোগীর ঘটনা প্রকাশে আসে গত ৩০ জানুয়ারি। সেই থেকে মাত্র ৭ মাসের একটু বেশি সময়ের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে।

এক পরিসংখ্যানে প্রকাশ, ২৩০ দিনে ৫০ লাখ করোনা আক্রান্তের ঘটনা ঘটেছে। ১ থেকে ৫ লাখ আক্রান্ত হতে সময় লেগেছে ৩৯ দিন। ৫ থেকে ১০ লাখ আক্রান্ত হতে সময় লেগেছে ২০ দিন। ১০ থেকে ১৫ লাখ আক্রান্ত হতে সময় লেগেছে ১২ দিন। ১৫ থেকে ২০ লাখ আক্রান্ত হতে সময় লেগেছে ৯ দিন।

২০ থেকে ২৫ লাখ আক্রান্ত হতে সময় লেগেছে ৮ দিন। ২৫ থেকে ৩০ লাখ আক্রান্ত হতে সময় লেগেছে ৮ দিন। ৩০ থেকে ৩৫ লাখ আক্রান্ত হতে সময় লেগেছে ৭ দিন। ৩৫ থেকে ৪০ লাখ আক্রান্ত হতে সময় লেগেছে ৫ দিন। ৪০ থেকে ৪৫ লাখ আক্রান্ত হতে সময় লেগেছে ৬ দিন। ৪৫ থেকে ৫০ লাখ আক্রান্ত হতে সময় লেগেছে ৫ দিন। পার্সটুডে


আরো সংবাদ



premium cement