২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ভারতে হাজারের অধিক মৃত্যু

- সংগৃহীত

ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১ হাজার সাতজনসহ সোমবার পর্যন্ত মোট ৪৪ হাজার ৩৮৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে ৬২ হাজার ৬৪ জন করোনভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, খবর এপি।

এখন পর্যন্ত দেশটিতে ২২ লাখ ১৫ হাজার ৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে কমপক্ষে ৬ লাখ ৩৪ হাজার ৯৩৫ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ভারতে গত চার দিনে প্রতিদিন ৬০ হাজারের বেশি করোনাভাইরাস সংক্রমণের রেকর্ড হয়েছে। টানা ছয় দিন বিশ্বের অন্যকোনো দেশের তুলনায় এটি বেশি সংক্রমণ।

জুনের মাঝামাঝি থেকে দেশটিতে দিনে গড়ে প্রায় ৫০ হাজার জন আক্রান্ত হচ্ছেন। সংক্রমণ বেশি ভারতের ১০টি প্রদেশে, যেখানে নতুন আক্রান্তদের প্রায় ৮০ শতাংশের বাস।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরে ভারতে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। তবে দেশটি সর্বোচ্চ মৃত্যুর হারের দিক থেকে পঞ্চম। এখানে মৃত্যুর হার প্রায় দুই শতাংশ যা সবচেয়ে ক্ষতিগ্রস্থ দুই দেশের তুলনায় অনেক কম।

জন হপকিন্স ইউনিভার্সিটি জানিয়েছে, বিশ্বব্যাপী এখন পর্যন্ত ১ কোটি ৯৭ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে  ৭ লাখ ২৯ হাজারের বেশি মারা গেছেন এবং ১ কোটি ২০ লাখ সুস্থ হয়েছেন। ইউএনবি


আরো সংবাদ



premium cement