২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

করোনা তাড়াতে ভাবিজি পাঁপড় খাওয়ার পরামর্শ দেয়া ভারতের মন্ত্রীই কোভিড পজিটিভ

করোনা তাড়াতে ভাবিজি পাঁপড় খাওয়ার পরামর্শ দেয়া ভারতের মন্ত্রীই কোভিড পজিটিভ - ছবি : সংগৃহীত

ভাবীজি পাপড় খেলে করোনা রোখা যাবে বলে দাবি করে কয়েক দিন আগেই বিতর্কে জড়িয়েছিলেন৷ সেই ভারতের কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবার করোনা আক্রান্ত হলেন৷ করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর দিল্লির এইমস-এ ভর্তি হয়েছেন মন্ত্রী৷ নিজেই ট্যুইট করে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷ অর্জুন সিং মেঘওয়াল ছাড়াও এ দিন জয়পুরে করোনায় আক্রান্ত হয়েছেন আরও এক কেন্দ্রীয় মন্ত্রী কৈলাশ চৌধুরী৷ ফলে মোদি মন্ত্রিসভার মোট চার সদস্য করোনায় আক্রান্ত হলেন৷

কেন্দ্রীয় পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অর্জুন সিং মেঘওয়াল৷ ট্যুইটারে তিনি জানিয়েছেন, করোনার প্রাথমিক উপসর্গ দেখা দেয়ায় তার পরীক্ষা করা হয়৷ যদিও প্রথমবার পরীক্ষার ফল নেগেটিভ আসে৷ কিন্তু শনিবার তার দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে৷ শারীরিক কোনো সমস্যা না থাকলেও চিকিৎসকদের পরামর্শেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী৷ গত কয়েক দিন যারা তার সংস্পর্শে এসেছিলেন, তাদেরকে শরীরের খেয়াল রাখতে অনুরোধ করেছেন মন্ত্রী৷

কয়েক দিন আগেই ভাবীজি পাপড় লঞ্চ করে অর্জুন মেঘওয়াল দাবি করেছিলেন, এই পাপড় খেলে করোনা দূরে থাকবে৷ কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্য নিয়ে ভারতজুড়ে বিতর্ক হয়৷ সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ, বিদ্রুপও কম হয়নি৷

এ দিনই জয়পুরে কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী কৈলাশ চৌধুরীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে৷ স্থানীয় একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে৷

গত ২ অগাস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করোনা ধরা পড়ে৷ এর দু' দিন পর করোনায় আক্রান্ত হন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান৷ দু' জনেই গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷

সূত্র : নিউজ ১৮


আরো সংবাদ



premium cement
কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু

সকল