২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

মসজিদ নির্মাণে না যাওয়ার কথা বলে সমালোচনার মুখে যোগী

যোগী আদিত্যনাথ - ফাইল ছবি

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও কট্টর হিন্দুত্ববাদী বিজেপি নেতা যোগী আদিত্যনাথ বলেছেন, মসজিদ নির্মাণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে সেখানে তিনি যাবেন না। তবে তার এ বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিরোধী রাজনীতিবিদরা।

সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে যোগী সরাসরিই বলেছেন, ‘মসজিদের নির্মাণে আমি যাব না’। আর এই মন্তব্যের জন্য যোগী আদিত্যনাথের সমালোচনায় সরব বিরোধী সমাজবাদী পার্টি ও কংগ্রেস বলছে অবিলম্বে মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত। এই দাবিতে সরব তারা।

সম্প্রতি সাক্ষাৎকারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘যদি একজন মুখ্যমন্ত্রী হিসেবে বলেন, তাহলে কোনো ধর্ম, সম্প্রদায় বা বিশ্বাসে আমার আপত্তি নেই। কিন্তু যদি যোগী হিসেবে বলেন, তাহলে আমি অবশ্যই যাব না। একজন হিন্দু হিসেবে যাব না। উপাসনা বিধি মেনে আমার এই অধিকার আছে। আমি বাদিও নই, বিবাদীও নয়। তাই আমন্ত্রণ পাব না, আর পেলেও যাব না।’

বক্রোক্তির সুরে তার মন্তব্য, ‘যেদিন মসজিদ নির্মাণে আমি আমন্ত্রণ পাব, সেদিন অনেকের ধর্মনিরপক্ষেতা প্রশ্নের মুখে পড়বে। তাই আমি চাই না, তাদের ধর্মনিরপক্ষে ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ুক। আমি নীরবে কাজ করতে চাই। আর সরকারি প্রকল্প সকলের মাঝে পৌঁছাতে কাজ করতে চাই।’

যোগী রামমন্দির নিয়ে কংগ্রেসকে দুষে বলেছেন, ‘রামমন্দির বিতর্কের সমাধান কংগ্রেস কখনো চায়নি। তারা এই সমস্যা জিইয়ে রেখেছে রাজনৈতিক লাভের আশায়।’

‘ফেজ টুপি পরে ইফতার পার্টিতে যোগ দেওয়া ধর্মনিরপক্ষেতা প্রমাণ করে না। এটাকে নাটক বলে। আর সেটা সবাই বুঝতে পারে,’ এমন কটাক্ষও করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

এই মন্তব্যের প্রেক্ষিতে সমাজবাদী পার্টির মুখপাত্র পবন পাণ্ডে বলেছেন, ‘যোগী গোটা রাজ্যের মুখ্যমন্ত্রী। শুধু হিন্দুদের নয়। তাই তার থেকে এই ধরনের মন্তব্য আশাব্যঞ্জক নয়।’

সূত্র : এনডিটিভি


আরো সংবাদ



premium cement
পিরোজপুরে বাসের ধাক্কায় নদীতে ৪ মোটরসাইকেল ফরিদপুরে নিহতদের বাড়ি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী টিকটকে ভিডিও দেখে পুরস্কার, প্রভাব ফেলছে মানসিক স্বাস্থ্যে পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে: পাটমন্ত্রী মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে : সালাম নবায়নযোগ্য জ্বালানি ৪০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার : পরিবেশ সচিব সৌরশক্তি খাতে আবার মাথা তুলে দাঁড়াতে চায় জার্মানি ‘সরকারের সদিচ্ছার অভাবেই বিচার প্রক্রিয়ার ধীর গতি’ মোদি কি হিন্দু-মুসলমান মেরুকরণের চেনা রাজনীতিতে ফিরছেন? টাঙ্গাইলে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ ফুলগাজীতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

সকল