১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

কেরালায় ১৯১ যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত

- সংগৃহীত

ভারতের কেরালার কোঝিকোড বিমানবন্দরে অবতরণ করার সময়ে রানওয়েতে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। সংবাদসংস্থা এ এন আই স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে বিমানটি ভেঙে গেছে, তবে আগুন লাগেনি সেটিতে।

বিমানটিতে ক্র্যু ও যাত্রী মিলিয়ে ১৯১ জন ছিলেন বলে জানা যাচ্ছে। তাদের উদ্ধার করার কাজ চলছে। অন্তত ৩০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিমানটি দুবাই থেকে আসছিল।

ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে- তুমুল বৃষ্টির মধ্যে কেরালার কারিপুর বিমানবন্দরে অবতরেণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে বেরিয়ে যায় ও পাশের একটি উপত্যকায় পড়ে যায়। বিমানটি এসময় ভেঙে দু টুকরো হয়ে যায়। সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement