২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

রামমন্দিরের ভূমিপূজার উপর করোনার ছায়া বাড়ছে

রামমন্দিরের ভূমিপূজার উপর করোনার ছায়া বাড়ছে - ছবি : সংগৃহীত

ভারতে যখন সবচেয়ে বেশি লোক করোনায় আক্রান্ত হচ্ছেন, তখনই অযোধ্যায় রামমন্দিরের ভূমিপূজার অনুষ্ঠান হচ্ছে। আর এই অনুষ্ঠানকে ঘিরে করোনা নিয়ে নানা অস্বস্তিকর প্রশ্ন উঠছে। দিন কয়েক আগেই একজন পুরোহিত ও ১৬ জন নিরাপত্তারক্ষীর করোনা হয়েছে। এ বার করোনায় আক্রান্ত হলেন অনুষ্ঠানের অন্যতম আমন্ত্রিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আবার কয়েক দিন আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ প্রায় সব মন্ত্রীই ছিলেন।

স্বাস্থ্য দফতরের নীতি নির্দেশিকা অনুযায়ী, এ ধরনের ক্ষেত্রে যারা করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছেন, তাদের সবাইকেই আইসোলেশন বা নিভৃতবাস করতে হবে। সে ক্ষেত্রে তো প্রধানমন্ত্রী, রাজনাথ থেকে শুরু করে ওই দিন উপস্থিত সব মন্ত্রীকেই নিভৃতবাস করতে হয়। অথচ, অযোধ্যার অনুষ্ঠান হবে আগামী বুধবার। তাছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্টান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি-তে বলা হয়েছে, ৬৫-র বেশি বয়সীদের বাড়িতে থাকা উচিত। মোদি, রাজনাথরা ৬৫ ছাড়িয়েছেন। সরকারি সূত্র জানাচ্ছে, মন্ত্রিসভার বৈঠকে সব ধরনের সতর্কতা ও দূরত্ব বজায় রাখা হয়েছিল। ফলে চিন্তার কারণ নেই।

অযোধ্যার রামমন্দির আন্দোলনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন উমা ভারতী। তিনি অনুষ্ঠানে আমন্ত্রিতও ছিলেন। কিন্তু উমা জানিয়ে দিয়েছেন, তিনি মধ্যপ্রদেশের ভোপাল থেকে ট্রেনে করে অযোধ্যা যাচ্ছেন। তিনি অনেকের সংস্পর্শে আসবেন। তাই তিনি প্রধানমন্ত্রী ও অন্য অভ্যাগতদের যাতে করোনা না হয়, সেই কথা চিন্তা করে ভূমিপূজার অনুষ্ঠানে থাকবেন না। সবাই চলে যাওয়ার পর তিনি সেখানে যাবেন।

উমা বলেছেন, ‘অমিত শাহ এবং অন্য বিজেপি নেতাদের করোনায় আক্রান্ত হওয়ার খবরে উদ্বিগ্ন বোধ করছি। আমি বিশেষ করে প্রধানমন্ত্রীর জন্য উদ্বিগ্ন। তাই অযোধ্যা গেলেও মূল অনুষ্ঠানে যাব না।’

অন্য দুই আমন্ত্রিত লালকৃষ্ণ আদভানি ও মুরলি মনোহর জোশিও অযোধ্যা যাচ্ছেন না। তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেবেন।

এর মধ্যে কংগ্রেস নেতা, রাজ্যসভা সাংসদ এবং মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং অযোধ্যায় ভূমিপূজার অনুষ্ঠান পিছিয়ে দেয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন, ‘মোদিজি, ভূমিপূজার অনুষ্ঠান করে আপনি আর কতজনকে হাসপাতালে পাঠাতে চান? যোগীজি আপনি দয়া করে প্রধানমন্ত্রীর সাথে কথা বলুন। কী করে সনাতন ধর্মের নিয়ম ভঙ করছেন? আপনাদের কীসের বাধ্যবাধকতা আছে?’

দিগ্বিজয় বলেছেন, ‘ভূমিপূজার সাথে যুক্ত একজন পুরোহিতার করোনা হয়েছে। উত্তর প্রদেশের বিজেপিপ্রধান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উত্তর প্রদেশের মন্ত্রীর করোনা হয়েছে। তার প্রশ্ন, এই অবস্থায় প্রধানমন্ত্রী মোদি এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কি সাধারণ মানুষের জন্য নিজেদের ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখতে পারেন না? একজন সন্ত বলেছেন, ৫ আগস্টের দিন শুভ নয়। সনাতন ধর্মের হাজারো বছরের ইতিহাস বড়, না কি মোদিজির ওই দিন সুবিধা, সেটা বড় কথা?’

এর জবাবে মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, ‘আদিকাল থেকেই দেখা গেছে, যখনই কিছু ভালো হয়, তখনই অসুররা সক্রিয় হয়ে গোলমাল পাকাবার চেষ্টা করে। দিগ্বিজয় ঠিক সেই কাজটাই করছেন।’

সূত্র : ডয়চে ভেলে, পিটিআই, এনডিটিভি


আরো সংবাদ



premium cement
অবন্তিকার আত্মহত্যা : জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবারো নামঞ্জুর পাথরঘাটায় বদর দিবস পালনে দেড় হাজার মানুষের ইফতারি আদমদীঘিতে ৭২ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : মন্ত্রী গাজীপুরে গাঁজার বড় চালানসহ আটক ২ দুই ঘণ্টায় বিক্রি হয়ে গেল ২৫০০ তরমুজ ড. ইউনূসের ইউনেস্কো পুরস্কার নিয়ে যা বললেন তার আইনজীবী একনেকে ৮৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন সান্তাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : আব্দুর রহমান

সকল