২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ভারতে ৭৫ হাজার কোটি টাকার বিনিয়োগ করছে গুগল

-

ভারতের ডিজিটাল অর্থনীতিকে চাঙ্গা করতে এবার এগিয়ে এল গুগল সংস্থা। সোমবার সংস্থার তরফে ঘোষণা করা হল আগামী দিনে ভারতে ১০০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে গুগল সংস্থা। সোমবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা ট্যুইটেই মিলেছিল এর আভাস।

ষষ্ঠ গুগল ফর ইন্ডিয়া ইভেন্টের আগেইে এলফাবেট এবং গুগল’র সিইও সুন্দর পিচাইয়ের সঙ্গে বৈঠকে কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী এদিন ট্যুইটে লেখেন, ‘বিভিন্ন সেক্টরে গুগল যে উন্নয়নশীল পদক্ষেপ করেছে তার বিস্তারিত বিবরণ জানতে পেরে খুবই ভালো লাগছে। তারই মধ্যে রয়েছে ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প। খেলাধুলোর ক্ষেত্রে যে দুঃসময়ে গ্লোবাল প্যানডেমিকের কারণে নেমে এসেছে, তা নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়। আমরা ডেটা নিরাপত্তা এবং সাইবার সেফটি নিয়েও বিস্তারিত আলোচনা করেছি।’

এলফাবেট এবং গুগল’র সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, ‘আজ এই ঘোষণা করতে খুবই আনন্দিত আমি। ভারতের ডিজিটাল অর্থনীতির দ্রুত অগ্রগতি সুনিশ্চিত করতে আমরা আগামীদিনে ১ হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। সূচনা করছি গুগল ফর ইন্ডিয়া ডিজিটালাইজেশন ফান্ড’র। এই প্রকল্পের অন্তর্গত আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে ভারতে ৭৫ হাজার কোটি টাকার আসপাশে বিনিয়োগ করব ইক্যুইটি ইনভেস্টমেন্ট, পার্টনারশিপ, অপারেশনাল, পরিকাঠামোগত এবং ইকোসিস্টেম ইনভেস্টমেন্টে। ভারতের ভবিষ্যত্‍ এবং তার ডিজিটাল অর্থনীতির উপর সম্পর্ণ আস্থা রেখেই এই পদক্ষেপ করা হয়েছে।’

ভারতের ডিজিটাইজেশনে প্রধাণত চারটি ক্ষেত্রে বিনিয়োগ করবে গুগল সংস্থা। প্রথমত, প্রত্যেক ভারতীয় যাতে তাঁর নিজের ভাষায় তথ্য পেতে পারেন, সে হিন্দি হোক অথবা তামিল কিংবা পঞ্জাবি বা বাংলা। দ্বিতীয়ত, ভারতীয়দের নিত্য চাহিদার কথা মাথায় রেখে তৈরি নতুন প্রডাক্ট এবং পরিষেবা। তৃতীয়ত, বিভিন্ন ব্যবসা যাতে সহজেই ডিজিটাইজেশনের পথে হাঁটতে পারে তা সুনিশ্চিত করা। চতুর্থ, স্বাস্থ্য, শিক্ষা এবং কৃষিক্ষেত্রে প্রযুক্তি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উন্নতি করা।

এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ গুগল-এর এই যুগান্তকারি পদক্ষেপকে অভিবাদন জানিয়েছেন।

উল্লেখ্য, কিছুদিন আগেই গুগল সংস্থার তরফে ঘোষণা করা হয় গুগল পে অ্যাপের মাধ্যমে দেশের কয়েক লাখ ব্যবসায়ীকে ঋণ দিতে রাজি গুগল। তবে তাদের প্রধান উদ্দেশ্য ক্ষদ্র ব্যবসায়ীদের দিকে প্রাথমিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। গুগল’র তরফে জানানো হয়েছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে তারা কথা বলছে যাতে ব্যবসায়ীদের হাতে ঋণের টাকা তুলে দেওয়া যায়। সূত্র: এই সময়


আরো সংবাদ



premium cement
থাইল্যান্ডের রাজা-রাণীর সাথেপ্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গ্যাস বিতরণে সিস্টেম লস ২২ শতাংশ থেকে সাড়ে ৭ শতাংশে নেমে এসেছে : নসরুল হামিদ গণকবরে প্রিয়জনদের খোঁজ কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ঘেরাও বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী নয় : শিক্ষা প্রতিমন্ত্রী নজিরবিহীন দুর্নীতির মহারাজার আত্মকথা

সকল