২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

করোনা: ভারতে এক দিনে রেকর্ড ২৬ হাজার ৫০৬ রোগী শনাক্ত

- সংগৃহীত

বিশ্বে করোনাভাইরাসে তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশ ভারতে এক দিনে রেকর্ড ২৬ হাজার ৫০৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন ৭ লাখ ৯৩ হাজার ৮০২ জন। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। এর ফলে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ২১ হাজার ৬০৪ জনে। ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৬০ শতাংশের ওপরে রয়েছে বলে মন্ত্রণালয় উল্লেখ করেছে।

এদিকে, রোগীর সংখ্যা বাড়তে থাকায় কিছু রাজ্য উচ্চ-ঝুঁকির এলাকাগুলোতে পুনরায় লকডাউন দিতে বাধ্য হচ্ছে। সংক্রমণ হ্রাসে পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের রাজধানী পাটনা ও অন্য চার জেলায় শুক্রবার থেকে এক সপ্তাহের জন্য পূর্ণ লকডাউন আরোপ করা হয়েছে।

ভারতের সবচেয়ে জনবহুল, প্রায় ২৩ কোটি মানুষের রাজ্য উত্তর প্রদেশে শুক্রবার রাত থেকে সপ্তাহব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সময় রাজ্যজুড়ে ফার্মেসি এবং মুদি ও দুধের দোকান ছাড়া সব বেসরকারি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ইউএনবি


আরো সংবাদ



premium cement