২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

গালওয়ানে ভারত-চীন সমঝোতা?

গালওয়ান উপত্যকার আশেপাশের এলাকা থেকে ভারত, চীন দুই দেশেরই সেনাবাহিনীকে কিছুটা পিছনে সরিয়ে নেয়া হয়েছে। - ছবি : এনডিটিভি

গালওয়ান উপত্যকার আশেপাশের এলাকা থেকে ভারত, চীন দুই দেশেরই সেনাবাহিনীকে কিছুটা পিছনে সরিয়ে নেয়া হয়েছে। পূর্ব লাদাখের গালওয়ান নদী উপত্যকার আশেপাশের এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে কিছু অস্থায়ী কাঠামোও। ওই এলাকায় ভারত ও চীনা সেনাদের মধ্যে একটি ‘বাফার জোন’ তৈরি করা হয়েছে।

তবে এটা দীর্ঘস্থায়ী সমাধানের লক্ষ্যেই করা হয়েছে কিনা তা জানার জন্যে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে বলেই মনে করা হচ্ছে।

গত মাসের শেষের দিকে এই এলাকাতেই ভারত এবং চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ বাঁধে, যাতে ভারতের ২০ জন জওয়ান নিহত হন।

শুক্রবার লাদাখে নিজেদের সেনা ছাউনিতে হাজির হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেনাদের উৎসাহিত করতে বেশ কিছু কথাও বলেন তিনি। চীনের নাম না বলেই হুঁশিয়ারির সুরে মোদি বলেন, ‘আগ্রাসনের যুগ শেষ। এখন প্রগতির যুগ। আগ্রাসীরা শান্তি নষ্ট করে। জল, স্থল, এমনকী অন্তরীক্ষেও শক্তি বাড়িয়েছে ভারত। লাদাখ চক্রান্ত ব্যর্থ করেছে ভারতীয় সেনা।’

গালওয়ান উপত্যকার সংঘর্ষের পরে সমাধান খুঁজতে গত সপ্তাহে তৃতীয় দফায় আলোচনায় বসেন ভারত ও চীনা সেনাবাহিনীর শীর্ষকর্তারা। যদিও পরে জানা যায়, সেই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র মেলেনি।

এরপরেই লাদাখে গিয়ে ভারতীয় সেনা জওয়ানদের সাথে প্রধানমন্ত্রী মোদির সাক্ষাৎ ও আলোচনা চীনের উদ্দেশে এক কড়া বার্তা হিসাবেই দেখছেন ভারতীয় বিশেষজ্ঞরা।

সূত্র : এনডিটিভি


আরো সংবাদ



premium cement
‘রাষ্ট্রধর্ম ইসলাম’ সংবিধান বিরোধী নয় ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুরের ইন্তেকাল থাইল্যান্ডের রাজা-রাণীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ গ্যাস বিতরণে সিস্টেম লস ২২ শতাংশ থেকে সাড়ে ৭ শতাংশে নেমে এসেছে : নসরুল হামিদ গণকবরে প্রিয়জনদের খোঁজ কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ঘেরাও বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের

সকল