২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ভারতে একদিনে আক্রান্ত আরও ২৪ হাজার

ভারতে একদিনে আক্রান্ত আরও ২৪ হাজার -

ভারতে প্রায় প্রতিদিনই করোনা সংক্রমণের রেকর্ড গড়ছে। প্রতিদিনই আগের দিনের চেয়ে বেশি রোগী সংক্রমিত হচ্ছে দেশটিতে। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪ হাজারেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬১৩ জনের। এযাবৎকালে এই সংক্রমণ সর্বাধিক।

নতুন করে সংক্রমণের জেরে মোট সংক্রমণ পৌঁছেছে ৬ লাখ ৭৩ হাজার ১৬৫ জনে। এর মধ্যে চিকিৎসাধীন রয়েছে ২ লাখ ৪৪ হাজার ৮১৪ জন। মৃত্যু হয়েছে মোট ১৯ হাজার ২৬৮ জনের। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে এ খবর জানানো হয়েছে।

এই নিয়ে টানা নয় দিন ভারতে করোনা সংক্রমণ ১৮ হাজারের বেশি হচ্ছে। জুলাই মাসের শুরু থেকেই ব্যাপক হারে ছড়াচ্ছে সংক্রমণ।

ইতোমধ্যেই ভারতে করোনার সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে করোনার সংক্রমণ দুই লাখের গন্ডি ছাড়িয়ে গেছে। সংক্রমণের নিরিখে এখন জার্মানিকেও পিছনে ফেলেছে মারাঠাভূম। বেড়ে চলা সংক্রমণে লাগাম পরাতে দিশেহারা উদ্ধব ঠাকরের প্রশাসন।

শনিবার রাত পর্যন্ত মহারাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৬৪। সর্বোচ্চ সংক্রমণের রেকর্ডের পাশাপাশি একদিনে এখনও পর্যন্ত মহারাষ্ট্রে মৃত্যুরও রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে ২৯৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মহারাষ্ট্রে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৬৭১ জনে।

অন্যদিকে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, বৃহস্পতিবার পর্যন্ত গোটা ভারতে ল্যাবের মাধ্যমে মোট করোনা পরীক্ষার সংখ্যা ৯০ লাখ ৫৬ হাজার ১৭৩। খুব তাড়াতাড়ি এই সংখ্যাটা এক কোটির ঘর ছাড়াবে বলে আশাবাদী কেন্দ্র। এদিন স্বাস্থ্যমন্ত্রী বলেন গোটা দেশে ১ হাজার ৫৬টি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। এর মধ্যে ৭৬৮টি সরকারি ল্যাব ও ২৯৭টি বেসরকারি ল্যাব। করোনা পরীক্ষার সংখ্যা প্রতিদিনই বাড়ছে।


আরো সংবাদ



premium cement
অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু নীলফামারীতে তিন হাজার ১৭০ চাষির মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কারাগারে কয়েদির মৃত্যু উজ্জ্বল হত্যার বিচার দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন

সকল