২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

শাঁখা-সিঁদুর না পরায় বিবাহবিচ্ছেদের অনুমতি

শাঁখা-সিঁদুর না পরায় বিবাহবিচ্ছেদের অনুমতি - সংগৃহিত

শাঁখা-সিঁদুর পরতে অস্বীকার করা মানে হিন্দু মতে বিয়েই অস্বীকার করা, এই যুক্তিতে বিবাহবিচ্ছেদের অনুমতি দিয়েছে গুয়াহাটি হাইকোর্ট।

সমস্যাটা ছিল অসমের এক স্বামী-স্ত্রীর মধ্যে। ২০১২ সালে ডিগবয়ের ছেলের বিয়ে হয় এবং স্ত্রী শ্বশুরবাড়িতে আসেন। ছেলেটি তাঁর মা, বোন, ভাইয়ের সঙ্গে থাকতেন। এক মাসের মধ্যেই বউ দাবি করেন, তাঁকে আলাদা রাখতে হবে। তিনি শ্বশুরবাড়ির লোকের সঙ্গে থাকতে পারছেন না। এই নিয়ে বিরোধ শুরু হয়। প্রবল ঝগড়াও। পরে স্বামী তাঁকে আলাদা বাড়িতে রাখেন।

তারপরেও ঝগড়া শেষ হয়নি। স্ত্রী শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে নিষ্ঠুরতার অভিযোগ দায়ের করেন। স্বামীও পাল্টা অভিযোগ করেন। তারপর স্বামী ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের মামলা করেন। সেই মামলা খারিজ হয়ে যায়। স্বামী যান হাইকোর্টে। বিচারপতি অজয় লাম্বা ও বিচারপতি সৌমিত্র সইকিয়া বলেছেন, ‘হিন্দু বিয়ের রীতি অনুযায়ী একজন নারী হিন্দু প্রথা ও অনুষ্ঠান মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তিনি যদি শাঁখা ও সিঁদুর পরতে অস্বীকার করেন, তাহলে তিনি নিজেকে অবাবিহত দেখাতে চান। অথবা তিনি বিয়েটাই অস্বীকার করতে চান। এই মামলায় উত্তরদাতা (স্ত্রী) সাক্ষ্য দেওয়ার সময় তা মেনেও নিয়েছেন। ফ্যামিলি কোর্ট এই সাক্ষ্যটাকে ঠিক পরিপ্রেক্ষিতে দেখেনি।’

শুধু তাই নয়, স্ত্রী যে শ্বশুরবাড়িতে না থেকে আলাদা বাড়ি ভাড়া করতে স্বামীকে বাধ্য করেছিলেন, সেটাও বিচারপতিদের মতে, নিষ্ঠুরতা। তাঁরা বলেছেন, ‘ছেলেকে জোর করে তাঁর মায়ের কাছ থেকে দূরে নিয়ে বসবাস করানোটা নিষ্ঠুরতা। মেনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়ার সিটিজেনস অ্যাক্ট ২০০৭ অনুসারে বাচ্চাকে তাঁদের মা-বাবাকে দেখা বাধ্যতামূলক।’

রায়ে এটাও বলা হয়েছে, অপ্রমাণিত অভিযোগের বিরুদ্ধে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করাটাও নিষ্ঠুরতার পর্যায়ে পড়ে। আর স্বামী ও স্ত্রীর মধ্যে সমঝোতার কোনও সম্ভাবনা নেই বলে বিয়ে টিকিয়ে রাখারও অর্থ হয় না। তাই তাঁরা বিবাহবিচ্ছেদের অনুমতি দিচ্ছেন। তবে শাঁখা-সিঁদুর না পরা মানে হিন্দু মতে বিয়ে অস্বীকার করার রায় নিয়ে সামাজিক মধ্যমে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুরুষতান্ত্রিকতারপ্রশ্ন উঠছে। নারীবাদীরা সোচ্চার হয়েছেন। সূত্র : ডয়চেভেলে


আরো সংবাদ



premium cement
দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে : মাওলানা হালিম বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে : ড. মঈন খান সাজেকে পাহাড়ি খাদে পড়ে মাহিন্দ্রচালক নিহত

সকল