২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ইতালিকেও ছাড়িয়ে গেল ভারত, লাফিয়ে বাড়ছে করোনা আক্রমণ

ইতালিকেও ছাড়িয়ে গেল ভারত, লাফিয়ে বাড়ছে করোনা আক্রমণ
ইতালিকেও ছাড়িয়ে গেল ভারত, লাফিয়ে বাড়ছে করোনা আক্রমণ - ছবি : সংগৃহীত

ভারতে হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখনো পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৩৬ হাজার ৬৫৬। সক্রিয় আক্রান্ত এক লাখ ১৫ হাজার ৯৪২ জন। সুস্থ হয়েছেন এক লাখ ১৪ হাজার ৭২ জন। মৃত্যু হয়েছে ৬ হাজার ৬৪২ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ৮৮৭ জন। মৃত্যু হয়েছে ২৯৪ জনের। এখনও পর্যন্ত এটাই রেকর্ড। এমনটাই বলছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। আক্রান্তের সংখ্যায় চীনের পর ইতালিকেও পেছনে ফেলে দিয়ে ষষ্ঠ স্থানে চলে এল ভারত। ইতালিতে এখনো পর্যন্ত আক্রান্ত দুই লাখ ৩৪ হাজার ৫৩১ জন।

ভারতে শুক্রবারের তুলনায় করোনা রোগী সুস্থ হওয়ার হার খানিকটা কমেছে। শুক্রবার এই হার ছিল ৪৮.২৭ শতাংশ। শনিবার তা হয়েছে ৪৮.২০ শতাংশ।

আক্রান্তের সংখ্যার দিক দিয়ে ভারত চীনকেও টপকে গেল। সেখানে এখনও পর্যন্ত আক্রান্ত ৮৩ হাজার ৩০ জন।

এখসো পর্যন্ত আক্রান্ত, সুস্থ হাওয়া ও মৃত্যুর সংখ্যার দিক থেকে এগিয়ে মহারাষ্ট্র। সেখানে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ২,৮৪৯ জনের। দিল্লি ও গুজরাটে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থানের আক্রান্ত ৯ হাজারের ওপরে। মৃত্যু সংখ্যার দিকে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট। তার পরেই রয়েছে দিল্লি। জিনিউজ


আরো সংবাদ



premium cement