২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

খাচার পাখি ছেড়ে দেয়ার অপরাধে ৮ বছরের শিশুকে নির্মমভাবে হত্যা

কারাগারে বন্দি শিশু নির্যাতনকারী হাসান সিদ্দিক - ছবি : সংগৃহীত

মালিকের সখের তোতা পাখি ছেড়ে দেয়ার অপরাধে নির্মম মৃত্যুর স্বীকার হয়েছে পাকিস্তানের ৮ বছরের এক মেয়ে। জাহরা শাহ নামের ওই মেয়েটি পাকিস্তানের কোত আদ্দু থেকে ২৫০ কিলোমিটার দূরে রাওয়ালপিন্ডিতে এক দম্পতির বাড়িতে কাজ করত। কাজের বিনিময়ে শিক্ষা দেয়ার কথা বলে মাত্র চার মাস আগে সিদ্দিক ও তার স্ত্রী জহরাকে রাওয়াপিন্ডিতে নিয়ে যায়। তাদের এক বছরের শিশু সন্তানকে দেখাশুনা করত জহরা।

কিন্তু খাঁচা পরিষ্কার করার সময় ওই দম্পতির পোষা তোতা পাখি ভূলবশত খাচা থেকে উড়ে যাওয়ায় তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। এ নির্যাতনের কারণে পাঞ্জাবের একটি হাসপাতালে রোববার তার মৃত্যু হয়েছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ডেইলি মেইল। পুলিশ ওই দম্পতিকে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, জাহরাকে মারধরের ব্যাপারটি স্বীকার করেছেন হাসান সিদ্দিক ও তার স্ত্রী।

রাওয়ালপিন্ডি পুলিশ জানিয়েছে, জাহরার মুখ, হাত, পাঁজর ও পায়ে আঘাতে চিহ্ন পাওয়া গেছে। তার উরুতে আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে জাহরাকে যৌন নির্যাতনও করা হয়েছে।

সূত্র : ডেইলি মেইল


আরো সংবাদ



premium cement