১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

ভারতে অপ্রতিরোধ্য হয়ে ওঠেছে করোনা!

ভারতে অপ্রতিরোধ্য হয়ে ওঠেছে করোনা! - সংগৃহীত

ভারতেও যেন ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে করোনাভাইরাস! গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৮,৯০৯ জন। সব মিলিয়ে গোটা দেশে ওই মারণ ভাইরাসে আক্রান্ত ২.০৭ লক্ষ মানুষ। এখন পর্যন্ত কোভিড- ১৯ ভারতে প্রাণ কেড়েছে ৫,৮১৫ জনের।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে দেশটিতে মোট করোনা আক্রান্ত ২,০৭,৬১৫ জন। ভারতে করোনা ভাইরাস থেকে পুনরুদ্ধারের হার বুধবার সকাল পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৪৮.৩১ শতাংশে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মোট ১,০০,৩০৩ জন করোনা রোগী সুস্থ হয়ে জীবনের পথে ফিরে গেছেন।
পশ্চিমবঙ্গ রাজ্যেও করোনার দাপাদাপি, এক দিনের মধ্যেই নতুন করে আক্রান্ত আরো ৩৯৬ জন, মৃত ১০

ভারতের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। ওই রাজ্যে ৭২,০০০ এরও বেশি মানুষ কোভিড- ১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে এখনও করোনা ভাইরাসের হটস্পটই রয়ে গেছে উদ্ধব ঠাকরের রাজ্য।

তবে এখন মহারাষ্ট্রের পরেই করোনা সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু, ওই রাজ্যে এই নিয়ে পরপর ৩ দিন দৈনিক ১ হাজারেরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে মারণ রোগটি। দক্ষিণের রাজ্যটিতে এখনও পর্যন্ত কোভিড আক্রান্ত মোট ২৪,৫৮৬ জন।

এদিকে পশ্চিমবঙ্গেও প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড- ১৯ রোগীর সংখ্যা। রাজ্য সরকারি পরিসংখ্যান মতে, গত এক দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ৩৯৬ জন, মৃত্যু হয়েছে ১০ জন রোগীর। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর জানিয়েছে, নতুন করে ওই ১০ জন রোগী মারা যাওয়ায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৩ জনে। যারা মারা গেছেন তাদের মধ্যে কলকাতা থেকে আছেন ৮ জন এবং বাকি ২ জন উত্তর চব্বিশ পরগনা ও বীরভূম জেলার বাসিন্দা ছিলেন।

পশ্চিমবঙ্গ সরকারের দেয়া মেডিকেল বুলেটিনে জানা গেছে, এখন পর্যন্ত এরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৭৭২ এ। এর মধ্যে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩,৪২৩ জন।
সূত্র : এনডিটিভি


আরো সংবাদ



premium cement