১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

দল বেঁধে হাজার হাজার পঙ্গপালের হানা পশ্চিমবঙ্গে!

দল বেঁধে হাজার হাজার পঙ্গপালের হানা পশ্চিমবঙ্গে!
দল বেঁধে হাজার হাজার পঙ্গপালের হানা পশ্চিমবঙ্গে! - ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে করোনা আতঙ্কের মাঝেই ভারতে হানা দিয়েছে পঙ্গপালের দল। কোটি কোটি পঙ্গপালের দল প্রতিদিন খেয়ে ফেলছে টন টন খাদ্যশষ্য। এবার কি সেই পঙ্গপালের দল হানা দিল পশ্চিমবঙ্গেও? বাঁকুড়ার শাল জঙ্গলের ছবি সামনে আসতেই দানা বেঁধেছে আতঙ্ক।

গত ২ দিন ধরে কয়েক হাজার পঙ্গপাল সদৃশ পতঙ্গ হানা দিয়েছে বাঁকুড়ার শাল জঙ্গলে। আর তাতেই দানা আশঙ্কায় প্রমাদ গুনছেন স্থানীয়রা। ঘটনার সূত্রপাত রোববার বিকালে।

বাঁকুড়ার রাধানগর লাগোয়া লখেশোল শালবাগান এলাকার বাসিন্দারা দেখেন, স্থানীয় শাল জঙ্গলে হানা দিয়েছে একদল পঙ্গপাল সদৃশ পতঙ্গ। জঙ্গলে হানা দেওয়া সেই পতঙ্গগুলি সংখ্যায় প্রায় কয়েক হাজার। নিমেষে কাঁচা শালপাতা খেয়ে ফেলছে সেই পতঙ্গগুলি।

বিষয়টি নজরে আসতেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। যে এলাকায় এই পতঙ্গগুলি হানা দিয়েছে, সেই এলাকায় ভালো সবজি চাষ হয়। মাঠে এখনও রয়েছে ঝিঙে, লাউ, করলা, ঢ্যাঁড়স সহ বিভিন্ন সবজি। এমনিতেই লকডাউনে পরিবহনের অভাব ও আমফান ঝড়ের তাণ্ডবে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় সবজি চাষিরা। তারপর এখন পঙ্গপাল সদৃশ পতঙ্গের হানায় সব সবজি শেষ হওয়ার আশঙ্কা করছেন এলাকার কৃষকরা।

জানা গেছে, স্থানীয় সূত্রে খবর পেয়ে পঙ্গপাল সদৃশ ওই পতঙ্গের দলের গতিবিধির উপর ইতিমধ্যেই কড়া 'নজরদারি' চালাতে শুরু করেছে বন দফতর।

বাঁকুড়া উত্তর বনবিভাগের ডিএফও জে ভি ভাস্কর অবশ্য আশ্বস্ত করে বলছেন, "পতঙ্গগুলি পঙ্গপাল প্রজাতির হলেও উত্তর ও পশ্চিম ভারতে হানা দেওয়া পঙ্গপালের সাথে এদের সম্পর্ক নেই। প্রাথমিকভাবে ধারণা এগুলি স্থানীয়ভাবে বসবাস করে।" জিনিউজ


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল