১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে করোনার হানা

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে করোনার হানা
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে করোনার হানা - ছবি : সংগৃহীত

করোনাভাইরাসে ভারত এখন মারাত্মক পরিস্থিতি পার করছে। দেশটিতে লকডাউনের পরও করোনার সংক্রমণ বেড়েই চলেছে। এবার করোনা হানা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ২ জন ব্যক্তি পরীক্ষায় করোনা কোভিড পজিটিভ হয়েছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মকর্তাকে হোম কোয়ারেন্টাইনে যেতে বলা হয়েছে।

রয়টার্স সূত্রে জানা যায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সেন্ট্রাল ইউরোপ ডিভিশনে কর্মরত এক ব্যক্তি করোনা পজিটিভ হয়েছেন। আর অন্যজন আইন বিভাগে কাজ করেন। তাই ওই দুজনের সংস্পর্শে যারা এসেছেন তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। তবে কতজনকে এই নির্দেশ দেয়া হয়েছে তা জানা যায়নি।

এদিকে মন্ত্রণালয়ের দুই জন করোনা পজিটিভ হওয়ায় আইন বিভাগ ও সেন্ট্রাল ইউরোপ ডিভিশনের অংশ স্যানিটাইজড করতে নির্দেশ দেয়া হয়েছে। করোনা আতঙ্কের মধ্যেও সক্রিয় ছিলো দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশে আটকে থাকা ভারতীয়দের ফেরানো সহ অন্যান্য বহু কাজ চালিয়ে যাচ্ছে মন্ত্রণালয়টি।

প্রসঙ্গত, শনিবার বিশ্ব জরিপ ওয়ার্ল্ডোমিটারসের তথ্য মতে, ভারতে করোনায় আক্রান্ত হয়েছে এক লাখ ৭৫ হাজার ৪৩৪ জন। এর মধ্যে প্রাণ হারিয়েছে চার হাজার ৯৮৩ জন।

সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement