২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

দ্বিতীয় মেয়াদের প্রথম বর্ষপূর্তিতে দেশবাসীকে মোদির চিঠি

দ্বিতীয় মেয়াদের প্রথম বর্ষপূর্তিতে দেশবাসীর উদ্দেশে চিঠি লিখেছেন নরেন্দ্র মোদি। - ছবি : আনন্দবাজার পত্রিকা

ভারতে মোদি সরকারের দ্বিতীয় মেয়াদের প্রথম বর্ষ পূর্ণ হলো শনিবার। এই সময়কে ‘স্বর্ণ যুগের’ সাথে তুলনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

২০১৯-এর লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছিলেন মোদি। ৩০ মে দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রীর শপথ নেন তিনি। দীর্ঘ এক বছর কেটে গিয়েছে তার দ্বিতীয় দফার শাসনকালের। এই সময়ের মধ্যে দেশ কতটা এগিয়েছে, সরকার কী কী পদক্ষেপ করেছে, সঙ্কটময় পরিস্থিতির মুখোমুখি হয়েও কী ভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত- তারই একটা সবিস্তার বর্ণনা দিয়ে দেশবাসীর উদ্দেশে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদি চিঠিতে লিখেছেন, গত বছরের এই দিন থেকেই ভারতীয় গণতন্ত্রের একটা সুবর্ণ অধ্যায় শুরু হয়ে গিয়েছে। দীর্ঘ কয়েক দশক পর ভারতকে একটা পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার সরকার উপহার দিয়েছে দেশবাসী। আর এ জন্য দেশের ১৩০ কোটি মানুষ এবং ভারতের গণতান্ত্রিক ভাবমূর্তির কাছে তিনি কৃতজ্ঞ।

তিনি বলেন, ‘দেশ এই মুহূর্তে এক সঙ্কটময় পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। স্বাভাবিক পরিস্থিতি থাকলে তিনি এই বর্ষপূর্তি উদযাপন করতেন। মানুষের মাঝে যেতেন। কিন্তু সেটা সম্ভব হচ্ছে না বলেই দেশবাসীর উদ্দেশে এই চিঠি।’

দেশ এক চরম সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। স্বাভাবিক পরিস্থিতি থাকলে তার দ্বিতীয় সরকারের বর্ষপূর্তির এই দিনটি অন্য রকম হতো। কিন্তু সঙ্কটের কারণে সেটা করা সম্ভব হচ্ছে না। আর তাই চিঠিতেই এ কাজ সারতে হল বলে জানিয়েছেন মোদি।

কী ভাবে তার সরকার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছে। কী ভাবে দেশের ভাবমূর্তি উল্লেখযোগ্য ভাবে উজ্জ্বল হয়েছে চিঠিতে সে কথাও তুলে ধরেছেন মোদি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘২০১৪-১৯, এই সময়ের মধ্যে দেশের ভাবমূর্তি উল্লেখযোগ্য ভাবে উজ্জ্বল হয়েছে। গরিবদের মর্যাদা বৃদ্ধি হয়েছে। বিনামূল্যে গ্যাস, বিদ্যুৎ সংযোগ, স্বচ্ছ অভিযান থেকে শুরু করে সকলের জন্য ঘর— সব পেয়েছে দেশ।’

শুধু তাই নয়, দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে তার সরকার বেশ কয়েকটি প্রকল্পও চালু করেছে। তার মধ্যে রয়েছে রয়েছে প্রধানমন্ত্রী সম্মান নিধি, জল জীবন মিশন, কৃষক, কৃষি শ্রমিক, ছোট দোকানদার এবং অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য মাসিক পেনশন চালু করা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করেছেন মোদি।

মোদি বলেন, দ্বিতীয় মোদি সরকারের আমলে একের পর এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়া হয়েছে দেশবাসীর স্বার্থে। তা সবিস্তারে বর্ণনা করতে বলে চিঠি অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। কিন্তু এটা অবশ্যই বলব, আমরা সরকার দিন-রাত এক করে পুর্ণোদ্যমে এই সিদ্ধান্ত নেওয়া এবং তা প্রয়োগের কাজ করে গিয়েছে।’

কী ভাবে করোনাভাইরাসের সংক্রমণ দেশের আশা ও উদ্যমকে থমকে দিয়েছে চিঠিতে তারও উল্লেখ করেছেন মোদি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা উভয় সঙ্কটের মধ্য দিয়ে চলেছে দেশে। কিন্তু সেই সঙ্কট কাটিয়েও ফের ঘুরে দাঁড়িয়েছি। অনেকেই ভয় পেয়েছিলেন করোনায় নাজেহাল হয়ে যাবে ভারত। কিন্তু দেশবাসীর আত্মবিশ্বাস এবং কঠোর মনোভাব গোটা বিশ্বকে ভুল প্রমাণ করে ছেড়েছে।’

গোটা বিশ্ব ভারতকে এখন যে চোখে দেখে তা আপনাদের জন্যই— দেশবাসীর উদ্দেশে এমনই বার্তা দিয়েছেন মোদি।

করোনার সংক্রমণকে ঘিরে দেশ জুড়ে যে সঙ্কটের আবহ তৈরি হয়েছে সে বিষয়ও চিঠিতে উল্লেখ করেছেন মোদি। এই সময়ে অভিবাসী শ্রমিক থেকে গোটা দেশবাসীকে কতটা কষ্ট সহ্য করতে হচ্ছে সে প্রসঙ্গ টেনে মোদি বলেন, ‘নিয়ম এবং নির্দেশিকা মেনে চলাটা খুব গুরুত্বপূর্ণ প্রতিটি ভারতবাসীর কাছে। এই সঙ্কটকালে আমরা প্রত্যেকেই খুব ধৈর্য্যের পরিচয় দিচ্ছি। আর এটাই একমাত্র কারণ যে ভারত এখনো অনেক ভালো অবস্থায় আছে অন্য দেশের তুলনায়। একটা দীর্ঘ লড়াইয়ের পথে নেমেছি। জয়ের রাস্তা খুঁজে নিতে হবে আমাদের। এবং সকলের একত্রিত উদ্যোগেই এই জয় আসবে।’

তবে এ সবের মধ্যেও হিন্দুত্ব এবং জাতীয়তাবাদী অস্ত্রকেও টেনে এনেছেন মোদি। চিঠিতে ৩৭০ অনুচ্ছেদ, রাম জন্মভূমির রায়, তিন তালাক এবং সংশোধিত নাগরিকত্ব আইনের মতো বিষয়গুলো তুলে ধরেছেন তিনি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
ভুয়া সনদ সিন্ডিকেট : কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যানকে ডিবির জিজ্ঞাসাবাদ ঢাকার পয়োবর্জ্য-গ্যাস লাইন পরীক্ষায় কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার : পরিবেশমন্ত্রী সাকিবকে ডিপিএলে চান বিসিবি প্রধান নির্বাচক কাতারের সাথে যৌথ বাণিজ্য কাউন্সিল গঠনে এফবিসিসিআইয়ের চুক্তি টি-২০ খেলতে সিলেটে পৌঁছেছে ভারতীয় নারী ক্রিকেট দল খুলনায় হিটস্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কী বলল যুক্তরাষ্ট্র? জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা বৃষ্টির জন্য রাজশাহীতে ইসতিসকার নামাজ আদায় গাজীপুরে মহাসড়কের পাশ থেকে মৃত হাতি উদ্ধার

সকল