২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

পাকিস্তানি কবুতর নিয়ে ভারতে হুলুস্থুল কাণ্ড

- ছবি : সংগৃহীত

কবুতরকে ঘিরে রহস্য দানা বাঁধল জম্মু-কাশ্মিরে আন্তর্জাতিক সীমান্তে। সাংকেতিক বার্তা পায়ে বাঁধা অবস্থায় রোববার ভারতের জম্মু-কাশ্মিরের কাঠুয়ায় একটি কবুতরকে উদ্ধার করা হয়েছে। কোনো বার্তা নিয়ে গোয়েন্দা হিসেবে ওই কবুতর পাঠানো হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। কবুতরের পায়ে বাঁধা সাংকেতিক বার্তা বোঝার চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

ঠিক কী ঘটেছে?
জানা যাচ্ছে, জম্মু-কাশ্মিরের কাঠুয়া জেলায় আন্তর্জাতিক সীমান্তে একটি কবুতর উদ্ধার করেন গ্রামবাসীরা। ওই কবুতরের পায়ে সাংকেতিক বার্তা রয়েছে বলে সন্দেহ করা হয়। এরপরই ওই কবুতরটি পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা।

কাঠুয়ার সিনিয়র পুলিশ সুপার শালিন্দর কুমার মিশ্র জানিয়েছেন, আইবি বরাবর মানাযারি গ্রামের হিরানগর সেক্টরের উপর উড়ছিল কবুতরটি। পাকিস্তানের দিক থেকেই কবুতরটি এসেছে।

কবুতরের একপায়ে রিংয়ে সাংকেতিক বার্তা লেখা রয়েছে। কী লেখা রয়েছে তা ডিকোড করার কাজ চলছে বলে জানিয়েছেন সিনিয়র পুলিশ সুপার।

আরো জানা যাচ্ছে, কবুতরের একটা ডানায় লাল রং করা। রিংটিও লাল রং করা। সীমান্তে এ ধরনের কার্যকলাপ অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেস


আরো সংবাদ



premium cement

সকল