২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

করোনায় ভারতে ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু

- ছবি : সংগৃহীত

করোনার থাবায় ভারতে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এক ধাক্কায় এই ভাইরাসে আক্রান্তের সংখ্যাও বেড়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার খবরে বলা হয়েছে, নতুন করে ৬৭৮ জন আক্রান্তসহ সব মিলিয়ে শুক্রবার সকাল পর্যন্ত দেশ জুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪১২ জনে। এছাড়া মোট মারা গেছেন ১৯৯ জন।

এদিকে, আনন্দবাজারের খবরে বলা হয়েছে, আসামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজন মারা গেছেন। সকালে টুইটারে ওই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন। শিলচর হাসপাতালে হাইলাকান্দি জেলার ৬৫ বছরের ওই বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, আসামে মোট আক্রান্তের সংখ্যা ২৯। তবে মহারাষ্ট্র, তামিলনাড়ু বা দিল্লির মতো রাজ্যগুলোতে করোনা আক্রান্তের সংখ্যাটা মোটেই স্বস্তিদায়ক নয়। ভারতে সবচেয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫৮৬ আর মারা গেছেন ৯৭ জন।

অন্যদিকে দিল্লিতে ৭৫৭ জন আক্রান্ত হলেও মারা গেছেন ১২ জন। তামিলনাড়ুতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৬৩ জন। মৃত্যু হয়েছে ৮ জনের।


আরো সংবাদ



premium cement