২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

করোনায় ভারতে ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু

- ছবি : সংগৃহীত

করোনার থাবায় ভারতে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এক ধাক্কায় এই ভাইরাসে আক্রান্তের সংখ্যাও বেড়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার খবরে বলা হয়েছে, নতুন করে ৬৭৮ জন আক্রান্তসহ সব মিলিয়ে শুক্রবার সকাল পর্যন্ত দেশ জুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪১২ জনে। এছাড়া মোট মারা গেছেন ১৯৯ জন।

এদিকে, আনন্দবাজারের খবরে বলা হয়েছে, আসামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজন মারা গেছেন। সকালে টুইটারে ওই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন। শিলচর হাসপাতালে হাইলাকান্দি জেলার ৬৫ বছরের ওই বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, আসামে মোট আক্রান্তের সংখ্যা ২৯। তবে মহারাষ্ট্র, তামিলনাড়ু বা দিল্লির মতো রাজ্যগুলোতে করোনা আক্রান্তের সংখ্যাটা মোটেই স্বস্তিদায়ক নয়। ভারতে সবচেয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫৮৬ আর মারা গেছেন ৯৭ জন।

অন্যদিকে দিল্লিতে ৭৫৭ জন আক্রান্ত হলেও মারা গেছেন ১২ জন। তামিলনাড়ুতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৬৩ জন। মৃত্যু হয়েছে ৮ জনের।


আরো সংবাদ



premium cement
জামালপুরে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে হাজার হাজার অবৈধ গাড়ি কালীগঞ্জে আওয়ামী লীগে বিভেদ শরীয়তপুরে বৃদ্ধি পাচ্ছে ভুট্টার আবাদ মিরসরাইয়ে ৩ দিনের ব্যবধানে কেজিপ্রতি আলুতে দাম বেড়েছে ১০ টাকা ফরিদপুরের পদ্মাপাড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২৩ এস্কেভেটর ও ৮ ট্রাক ফেলে পালালো বালুদস্যুরা বরগুনায় দুই সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা গলাচিপায় নির্বাচনী মাঠে সম্ভাব্য প্রার্থীরা নাটোরে চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবীবকে শোকজ হোসেনপুরে গ্রামের গ্রাহকরা দিনে এক ঘণ্টাও বিদ্যুৎ পাচ্ছেন না ঈদগাঁওতে আচরণবিধি লঙ্ঘন করায় ৭ প্রার্থীকে জরিমানা গাজীপুরে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম উদ্বোধন

সকল