২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কাশ্মিরের নয়া ডোমিসাইল আইন নিয়ে তীব্র বিতর্ক

- ছবি : সংগৃহীত

কোনো ব্যক্তি যদি ন্যুনতম ১৫ বছর জম্মু-কাশ্মীরে বসবাস করে থাকেন, তবে তিনি সেখানকার স্থায়ী নাগরিক হয়ে যাবেন অর্থাৎ তাকে সেখানকার ডোমিসাইল বলে গণ্য করা হবে৷ গত বুধবার গেজেটের মাধ্যমে নয়া ডোমিসাইল আইনে এই শর্তই ঘোষণা করল কেন্দ্রের বিজেপি সরকার৷

গত বছরের ৫ আগস্ট কাশ্মিরে সংবিধানের ৩৭০ ও ৩৫ এ ধারা প্রত্যাহার করে কেন্দ্র৷ তার প্রায় আট মাসের মাথায় এই ডোমিসাইল নীতি নাগরিকত্বের সুবিধাপ্রাপ্তিতে সহজ করে দিল৷ এর ফলে কার্যত সুবিধা পাবে বহিরাগতরা৷ আর বঞ্চনার শিকার হতে পারেন কাশ্মিরিরা, মত বিশেষজ্ঞ মহলের৷

কারণ, মাত্র ১৫ বছরের বসবাসে ডোমিসাইল বলে গণ্য হলে অনেক বহিরাগতই এই সুবিধা পেয়ে যাবে৷ কাশ্মিরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই আইনের সমালোচনা করে বলেছেন, 'এই নয়া ডোমিসাইল আইন ঘোষণার জন্য এমন একটি সময় বেছে নেওয়া হল যখন সবার নজর কোভিড ১৯-এর দিকে৷ অধিকার রক্ষার যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার কোনওটাই রক্ষা করা হয়নি এই আইনে৷ নয়া দিল্লির আশীর্বাদধন্য জম্মু-কাশ্মিরের নয়া 'আপনি' পার্টিও এর সমালোচনা করত বাধ্য হয়েছে৷ '

কাশ্মিরে ৩৭০ ধারা প্রত্যাহার করার পর সেটিকে ভেঙে ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে কেন্দ্র সরকার৷ এর ফলে কাশ্মিরের জনতাত্ত্বিক বিন্যাসে ব্যাপক পরিবর্তন হবে বলে অভিযোগ ওঠে৷ এই ঘটনার নয়া ডোমিসাইল আইন ডেমোগ্রাফিতে যে আরও পরিবর্তন ঘটাবে তা বলাই বাহুল্য৷

এখন কারা এই নয়া কেন্দ্রশাসিত রাজ্যের ভূমিপুত্র বলে গণ্য হবে? দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পনেরো বছর ধরে বসবাস করছেন বা সাত বছর যাবত এখানে পড়াশুনো করেছেন ও দশম বা দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছেন, তাদেরকে ডোমিসাইল বলে গণ্য করা হবে। তারা এখানে চাকরি পেতে পারেন।

এছাড়াও রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কমিশনার যাদেরকে মাইগ্র‍্যান্ট বা পরিযায়ী তকমা দিয়েছে, তাদেরকেও ডোমিসাইল বলে গণ্য করা হবে। এর আগে শুধু কাশ্মিরের স্থায়ী বাসিন্দারাই সেখানে চাকরি পেতে পারতেন। নয়া ডোমিসাইল আইন সব পোস্টের জন্য প্রযোজ্য যেখানে বেসিক বেতন ২৫ হাজার।

স্থানীয় মানুষ ছাড়াও কেন্দ্রীয় সরকারি কর্মী, পিএসইউ, পিএসবি, কেন্দ্রীয় সরকারের বিশ্ববিদ্যালয় ও রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত যারা দশ বছর জম্মু-কাশ্মীরে কাটিয়েছেন, তারাও ডোমিসাইলের স্বীকৃতি পাবেন। যারা ডোমিসাইল তাদের ছেলে-মেয়েরা বাইরে থাকলেও তাদেরকে ডোমিসাইল হিসাবে গণ্য করা হবে। এখন কাশ্মিরিদের বিশেষ অধিকার বলে আর কিছু থাকল না বলে মত অনেকেরই৷ পুবের কলম।


আরো সংবাদ



premium cement