২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সার্কে করোনাভাইরাস : সবচেয়ে বেশি আক্রান্ত পাকিস্তানে, মৃত ভারতে

সার্কে করোনাভাইরাস : সবচেয়ে বেশি আক্রান্ত পাকিস্তানে, মৃত ভারতে - সংগৃহীত

এশিয়ার সার্কভুক্ত আটটি দেশই এখন করোনাভাইরাসে আক্রান্ত। দেশগুলোতে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত সহনীয় পর্যায় থাকলেও এই হার যেকোনো সময় লাগাম ছাড়া হতে পারে।

সার্কভুক্ত দেশেগুলোর মধ্যে আক্রান্তের সংখ্যায় এগিয়ে পাকিস্তান। বুধবার পর্যন্ত পাকিস্তানে মোট আক্রান্ত এক হাজার ৯৩৮ জন আর মৃতের সংখ্যা ২৬ জন। দেশটিতে নতুন মৃতের সংখ্যা ৫ জন। তবে মৃতের দিক থেকে এগিয়ে আছে ভারত। ভারতে মোট এক হাজার ৩৯৭ জনের মধ্যে মারা গেছে মোট ৩৫ জন। দেশটিতে মৃতের হার ২৩ শতাংশ।
এরপর আসছে শ্রীলঙ্কা। দেশটিতে মোট আক্রান্ত ১৪৩ আর মৃত্যুর সংখ্যা ২ জন।
আফগানিস্তানে মোট আক্রান্ত ১৯৬ জন ও মারা গেছে চারজন। মালদ্বীপে আক্রান্ত ১৯ জন হলেও এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

তবে কোভিড-১৯ রোগীর সংখ্যায় এখনো পিছিয়ে ভুটান ও নেপাল। এখন পর্যন্ত দেশ দুটিতে যথাক্রমে চার ও পাচ জন আক্রান্ত হয়েছে। তবে এখন পর্যন্ত দেশ দুটিতে কোনো মৃতের খবর পাওয়া যায়নি।

সার্ক প্রতিষ্ঠাতা বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫৪। ৭ মার্চ প্রথম শনাক্তের পর বাংলাদেশে মৃতের সংখ্যা ছয়জন। সংখ্যা দেখে সামান্য মনে হলেও বাংলাদেশে মৃত্যুর হার ১১ দশমিক ৩৬ শতাংশ। যা ভয়াবহ কিছুরই ইঙ্গিত দিচ্ছে।

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সর্বপ্রথম নেপালে জানুয়ারির ২৩ তারিখে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়। তারপরই একে একে আক্রান্ত হয়েছে বাকি দেশগুলো।

এই সার্কভুক্ত আট দেশে মৃতের সংখ্যা মোট ৭৩ জন। আর মোট আক্রান্ত ৪ হাজার ১০৩ জন।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এশিয়ার সার্কভুক্ত দেশগুলোসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১১ টি দেশ ভয়াবহ ঝুঁকির মাঝে রয়েছে।

সূত্র : ওয়ার্ল্ডোমিটার


আরো সংবাদ



premium cement
এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা! কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

সকল